বিনোদন জগতের মানুষদের নিয়ে চর্চা তো কম হয়না। স্বাভাবিকভাবেই মানুষ তাদের অভিনয় এবং রূপ মাধুর্য্য নিয়ে আলোচনা করেন। কিন্তু যদি কোনো অভিনেত্রীর ব্যক্তিগত জীবন তার পেশাদার জীবনের থেকে বেশি আলোচনায় থাকেন তিনি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Sranbanti Chatterjee)।
নিত্যদিনই কোনো না কোনো কারণে ট্রোলারদের নিশানায় চলে আসেন তিনি। আসলে তিনটে বিয়ের প্রসঙ্গ টেনে হামেশা ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হয় তাকে। যদিও তিনি কখনোই এই বাকবিতণ্ডায় জড়াতে পছন্দ করেননা। তবে এবার সমস্ত কটাক্ষের জবাব দিয়েছেন নায়িকা। জানিয়েছেন সমস্ত ট্রোলিং, কটাক্ষ নিয়ে নিজের মতামত।
যদিও এতদিন পর্যন্ত বিষয়গুলিকে হাওয়ায় উড়িয়ে দিতেন নায়িকা। সোশ্যাল মিডিয়ার কটাক্ষকে বিশেষ গায়ে মাখতেন না তিনি। তবে দিনশেষে তিনিও তো একজন মানুষই। তাই চারিদিকে তাকে নিয়ে হওয়া ট্রোল, মিম, কটাক্ষ দেখে কোথাও তো একটা খারাপ লাগা কাজ করেই।
এর আগে যতবারই এই নিয়ে নায়িকাকে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন, তিনি এসব নিয়ে ভাবিত নন। তবে সম্প্রতি তিনি জানান, সবাই আসলে আমাকে নিয়ে চর্চা করে মজা পায়। ভিউ বেশি আসে বলে হয়ত এমনটা করে। কিন্তু সবাই ভুলে যাচ্ছে যে আমিও একটা মেয়ে। আমারও সন্তান আছে। পরিবার আছে।’
অবশ্য নায়িকার এই মন্তব্যেও কটাক্ষ করতে ছাড়েনি লোকজন। কেউ লিখেছেন, ‘কাজটাই যদি ট্রোলড হওয়ার মত করেন তাহলে লোকের আর দোষ কী?’ আবার অনেককে নিজের পাশেও পেয়েছেন তিনি। শ্রাবন্তীকে সমর্থন করে এক ইউজার লিখেছেন, ‘কেউ নিজের ব্যক্তিগত জীবনে কী করবেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত। এই নিয়ে ট্রোল করা নিম্ন রুচির পরিচয়।’