সেই কোন নব্বইয়ের দশকে টলিপাড়ায় (Tollywood) পা রেখেছিলেন। ‘মায়ার বাঁধন’ (Mayar Bandhon) ছবিতে প্রসেনজিৎ-র (Prosenjit Chatterjee) মেয়ের ভূমিকায় অভিনয় করে জিতেছিলেন সবার মন। পুঁচকে মেয়ের দুষ্টু মিষ্টি হাসি আর দূর্ধর্ষ অভিনয় দেখে অবাক হয়েছিলেন খোদ প্রসেনজিৎ-ও। এতক্ষণে বোধহয় বুঝেই গেছেন যে, আজ আমাদের আলোচ্য ব্যক্তিত্ব হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)।
সেদিনের সেই ছোট্ট শ্রাবন্তী আজকের দুঁদে নায়িকা। ‘মায়ার বাঁধন’ ছবির পর বদলেছে অনেক কিছু। এখন তার চর্চা সর্বত্র। নিত্যদিনই কোনো না কোনো খবরের শিরোনামে দেখা যায় শ্রাবন্তীর নাম। কখনও ব্যক্তিগত জীবনের কারণে তো কখনও বা কর্মজীবনের কারণে।
তো এখন তাকে নিয়ে চর্চার কারণ তার সাম্প্রতিক ছবি ‘কাবেরীর অন্তর্ধান’। এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। এবং তার বিপরীতে দেখা গেছে এককালীন অনস্ক্রিন বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সম্প্রতি সেটা নিয়েই মুখ খুলেছেন খোদ অভিনেত্রী।
অভিনেত্রীর কথায়, বুম্বাদার সঙ্গে বরাবরই তার ভালো সম্পর্ক। মায়ার বাঁধন ছবিতে অভিনয়ের পর বহুবার বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা হয়েছে, কথা হয়েছে। যদিও বিভিন্ন কারণে দুজনার একসাথে কাজ করা হয়নি। তবে শ্রাবন্তীর সুপ্ত বাসনা ছিল একসঙ্গে কাজ করার ব্যাপারে।
টলি ডিভার কথায়, প্রসেনজিৎ নাকি এখনো তাকে আগের মতই ট্রিট করছেন। মাঝে মধ্যে মজা করে বলছেন, এখনও তোকে পিঠে নিয়ে ঘুরি? পাশাপাশি তার যত যা নার্ভাসনেস ছিল সেটাও কাটিয়েছেন খোদ প্রসেনজিৎ-ই। শ্রাবন্তীর কথায়, প্রসেনজিৎ-র মত সহ অভিনেতা থাকায় কোনো সমস্যাই হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘কাবেরী অন্তর্ধান’ নিয়ে বেশকিছু মিম বেশ ভাইরাল হয়েছে। এই নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এধরণের মিম তার ভালই লাগে। জানান, ‘সেসময়ই বুম্বাদা তাকে বলেছিলেন ‘তুই একদিন আমার নায়িকা হবি।’ অভিনেত্রী এটাও জানান যে, হেয়ার স্টাইলের জন্য যে প্রসেনজিৎ তাকে ‘লেডি ডায়না’ বলে ডাকতেন।