পার্থ মান্নাঃ টলিপাড়ার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জীকে নিয়ে হামেশাই চর্চা লেগে রয়েছে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি উৎসবের মরশুমে ফের নেটপাড়ায় ভাইরাল শ্রাবন্তী। প্রতিটা পাড়াতেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। কাজ থেকে বাড়ি ফিরেই অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছেন। যদিও এবারের পুজো একটু হলেও আলাদা, কারণ তিলোত্তমার বিচার আজও হয়নি। তাই সেই দাবিতে অনেকেই প্রতিবাদ জারি রেখেছেন। তাছাড়া আবওহাওয়ার মুড সুইং তো রয়েছেই।
গত অগাস্ট মাসেই কলকাতার আরজি কর কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়ার ঘটনার প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। এমনকি টলিপাড়ার একাধিক সেলিব্রিটিরাও তিলোত্তমার বিচারের দাবি করেছিলেন। তাদের মধ্যেই ছিলেন শ্রাবন্তী। কিন্তুদোষী বা দোষীরা ২ মাস কেটে গেলেও এখনও শাস্তি পায়নি। তবে উৎসব আসতে কাজের খাতিরে উৎসবে ফিরেছেন অভিনেত্রী।
দুর্গাপুজোয় মেতে উঠলেন শ্রাবন্তী
সাধারণ মানুষের মত সেলিব্রিটিরাও পুজোয় মেতে উঠেছেন। আর এবার পুজোর তালে গা ভাসতে দেখা গেল শ্রাবন্তী চাটার্জীকেও। আসলে একটি পুজোর উদ্বোধনে গিয়েইছিলেন অভিনেত্রী। সেখানেই ঢাক বাজাতে দেখা গেল তাকে। এদিন শ্রাবন্তীর পরনে ছিল সিগ্রিন রঙের একটি দুর্দান্ত সুন্দর শাড়ির সাথে ম্যাচিং গয়না। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পুজো মন্ডপ থেকে কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানেই বাঁধল বিপত্তি।
View this post on Instagram
ঢাক বাজিয়ে কটাক্ষের মুখে শ্রাবন্তী
ছবি ভাইরাল হতেই শুরু কটাক্ষ। ঢাক বাজানোর সময় তার উন্মুক্ত বক্ষ বিভাজিকা নিয়ে সূত্রপাত সমালোচনার। কারোর মতে, ‘ঢাক এমনভাবে বাজাও যেন সবাই জুম করে দেখে’। তো কেউ কমেন্ট করেছেন, ‘ভারতবর্ষ একটা ঐতিহ্যপূর্ণ দেশ। তার মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গাপূজা। যেখানে একটা সাংস্কৃতিক পরিবেশ রয়েছে, সেখানে কিনা আপনার এইরকম পোশাক!’ এমনকি একজন তো ছিঃ ছিঃ কার পর্যন্ত করেছেন পোশাক নিয়ে।
এছাড়া আরজি করে ঘটনা নিয়ে কটাক্ষ করে এক নেটিজেন বলেছেন, ‘তুমি বলেছিলে না প্রতিবাদ করবে, পুজো করবে না। কী হল ম্যাডাম!’ তো কেউ আবার বলেছেন, ‘আপনার লজ্জা করল না, একটি আবার ছেলে আছে আর এভাবে শাড়ি পড়েছেন!’ যদিও কোনো মন্তব্যেরই কোনো উত্তর দেননি অভিনেত্রী।