বিনোদন,টলিউড,টলিউড গসিপ,শ্রাবন্তী চ্যাটার্জি Entertainment,Tollywood,Tollywood Gossip,Srabanti Chatterjee

অভিনেত্রী থেকে প্রযোজক হওয়ার ইচ্ছে প্রকাশ শ্রাবন্তীর, এমনকি টলিউডের ‘গাঙ্গুবাঈ’ হতে চান অভিনেত্রী!

টলিউডের(Tollywood) বিতর্কিত নায়িকা হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Srabanti Chatterjee)। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই বেশ চর্চায় থাকেন। তিনি কখন কি করছেন, নতুন করে কার প্রেমে পড়ছেন এসব জানার কৌতুহল থাকে নেটিজেনদের মধ্যে। খুব কম বয়স থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন শ্রাবন্তী। বহু সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন।

তবে এবার অভিনয় নয়, অভিনয় ছাড়াও অন্য এক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান অভিনেত্রী। প্রযোজনার কাজে হাতে খড়ি দেবেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে নতুন নতুন অভিনেতা-অভিনেত্রীদের ছবিতে সুযোগ দিতে চান। তিনি বেশিরভাগ সময়ই মেইনস্ট্রিম ছবি করতে পছন্দ করেন। তার তৈরি ছবিও কি একই ঘরানার হবে?

এর উত্তর অভিনেত্রী বলেছেন যে একশন থেকে কমেডি, হরর, এমনকি পিরিয়ড ছবি ও তিনি তৈরি করতে চান। সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি’ খুব ভালো লেগেছে তার। সেখানে আলিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন তিনি। কখনো সুযোগ পেলে গাঙ্গুবাঈয়ের চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন শ্রাবন্তী। কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে তার আগামী ছবি ‘ভয় পেয়ো না’।

পরিচালক অয়ন দত্তের এই ছবিটি ভুতের। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন ওম সাহানি। এই ভূতের ছবিতে অভিনয় করার সময় তার নিজের ভৌতিক অভিজ্ঞতা হয়েছে বলে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন যে একটা দৃশ্য অন্ধকার ঘরের মধ্যে শুধু তিনি আর ক্যামেরাম্যান ছিলেন। হঠাৎ করে শ্রাবন্তীর গায়ে কঙ্কাল এসে পড়ে। প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। আগামী ২৭ ই মে মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর এই ছবি।

Avatar

Papiya Paul

X