Papiya Paul

‘পশুপ্রেম’ দেখাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন শ্রাবন্তী, দোষী হলে সাত বছরের জেল হতে পারে অভিনেত্রীর!

সময় ভালো যাচ্ছেনা টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তীর(Srabanti Chatterjee)। আবার নতুন করে আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী। তবে এবার বিবাহবিচ্ছেদ জনিত কোন ঘটনা নিয়ে নয়. বরং এক বেজির সঙ্গে ছবি তোলার জন্য আইনি সমস্যার জড়িয়েছেন তিনি। এমনকি বন্যপ্রাণী সুরক্ষা আইনের আওতায় তাকে নোটিশ পাঠানো হয়েছে। তিনি যদি অভিযুক্ত প্রমাণ হন তাহলে বড় বিপদে পড়তে পারেন।

   

আসলে গত মাসে একটি বাচ্চা বেজিকে নিয়ে ছবি তুলেছিলেন শ্রাবন্তী। সেখানে তার পরনে ছিল গোলাপি চুরিদার, সিঁথিতে সিঁদুর। হাসিমুখে একটি বেজির বাচ্চাকে নিয়ে ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী। সমস্যা হলো ওই শাবকটির গলায় শিকল পড়ানো ছিল। এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনের লিখেছিলেন, ‘হঠাৎ করেই একটি ছোট্ট বন্ধুর সাথে পরিচয়।’ ‘পশু প্রেম’ এবং ‘কিউটিপাই’ বলে হ্যাশট্যাগও দিয়েছিলেন।

এরপরই শুরু হয় সমালোচনা। তিনি যখন পশুপ্রেমের উল্লেখ করছেন তখন বেজিটির গলায় শিকল-বাঁধা কি করে? এতে তো প্রাণীটির কষ্ট হচ্ছে বলেও অনেকে অভিযোগ জানিয়েছেন। সেই পোস্টে প্রচুর মানুষ তাকে সমালোচনা করেছেন। কিন্তু বরাবরের মতো কোনো উত্তরই দেননি তিনি। তাই শ্রাবন্তীর বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২ এর আওতায় ৯, ১১, ৩৯, ৪৮ এ, ৪৯ এবং ৪৯ এ ধারায় মামলা দায়ের হয়েছে।

গত ১৫ই ফেব্রুয়ারি আইনি নোটিশ পাঠানো হয়েছে অভিনেত্রীকে। এমনকি সল্টলেকের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ম্যানেজমেন্ট ইউনিটের অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। তাকে প্রশ্ন করা হলে তিনি শুধুমাত্র বলেছেন পুরো বিষয়টি আপাতত তদন্তের আওতায় রয়েছে। তাই এই নিয়ে কোনো মন্তব্য তিনি করতে পারবেন না।

তার আইনজীবী জানিয়েছেন আধিকারিকদের সঙ্গে কথা বলার পরে অভিযোগগুলোর সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বনদপ্তর এর এক আধিকারিকের মতে শ্রাবন্তীর মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্ব যদি এরকম ধরনের কাজ করেন তাহলে আরো অন্য পাঁচটা মানুষের কাজ করার সুযোগ পায়। শ্রাবন্তীকে তদন্তের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে সাত বছরের জন্য জেল খাটতে পারে তাকে।