বিনোদন,টলিউড,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,শ্রীলেখা মিত্র,বাংলা সাহিত্য একাডেমী পুরস্কার Entertainment,Tollywood,CM Mamata Banerjee,Sreelekha Mitra,Bengali Literature Academy Award

Papiya Paul

কবিগুরুর ‘গীতবিতানে’র দাম ৭২৯, ‘কবি’ মমতার ‘কবিতাবিতান’-র দাম ১১৩০ টাকা! মুখ্যমন্ত্রীকে খোঁচা শ্রীলেখা মিত্রের

কয়েকদিন আগে বাংলা সাহিত্য একাডেমী পুরস্কার(Bengali Literature Academy Award) পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তার লেখা ‘কবিতাবিতান’ বইয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই পুরস্কার প্রাপ্তির পর থেকে বাংলার বিভিন্ন সাহিত্যিকরা প্রতিবাদ করেছেন। শুধু সাহিত্যিক বলতে ভুল হবে কটাক্ষ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও(Sreelekha Mitra)।

   

অভিনেত্রী আবার মুখ্যমন্ত্রীর লেখা দুটো কবিতা ‘হাম্বা’ এবং ‘এপাং ওপাং ঝপাং’ পাঠ করেছিলেন তার ফেসবুক লাইভে এসে। অত্যন্ত গম্ভীর মুখ করে তিনি দুটো কবিতা পাঠ করেন। এই কবিতা পাঠের সঙ্গে তিনি এটাও জানিয়েছিলেন যে শ্রোতাদের ভাল লাগলে আবারো এরকম কবিতাটি পাঠ করে শোনাবেন। এবার তিনি অন্যভাবে একপ্রকার খোঁচা মেরেছেন মুখ্যমন্ত্রীকে।

এইবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গীতবিতান’ আর মমতা বন্দোপাধ্যায়ের লেখা ‘কবিতাবিতান’ এই দুটি বইয়ের দামের তুল্যমূল্য বিচার করেছেন তিনি। দুটি বইয়ের দামের স্ক্রীনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, রবি ঠাকুরের গীতবিতান-এর সম্পূর্ণ খন্ডটির দাম ৭২৯ টাকা আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কবিতাবিতান’ বইয়ের দাম ১১৩০ টাকা।

বিনোদন,টলিউড,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,শ্রীলেখা মিত্র,বাংলা সাহিত্য একাডেমী পুরস্কার Entertainment,Tollywood,CM Mamata Banerjee,Sreelekha Mitra,Bengali Literature Academy Award

বিনোদন,টলিউড,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,শ্রীলেখা মিত্র,বাংলা সাহিত্য একাডেমী পুরস্কার Entertainment,Tollywood,CM Mamata Banerjee,Sreelekha Mitra,Bengali Literature Academy Award

এই ছবি দুটো তিনি সংগ্রহ করেছেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। এর সাথে তিনি লিখেছেন, ‘উড়িয়া গেল কেমনে? আমার মনবিতান থেকে কে যেন হাম্বা ডাকিতেছে, যাই দেখিয়া আসি ঝপাং হইবার পূর্বে।’ প্রসঙ্গত, চলতি বছরে রবীন্দ্রজয়ন্তীর দিন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান এই মুখ্যমন্ত্রীকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। আর পুরস্কার পাওয়ার পরে বিভিন্ন মহলে কটাক্ষ থেকে হাসি মজা করা হয়। এমনকি সোশ্যাল মিডিয়ায় মিম শেয়ার হয়েছে প্রচুর।