Arijit

বিরাট-ধোনির জন্য যা ছিল অসম্ভব, সেটাই করে দেখালেন শ্রেয়স আইয়ার

বৃহস্পতিবার কানপুরে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে। আজকের ম্যাচে ভারতীয় টেস্ট দলে অভিষেক করেছেন তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। চোট পেয়ে টেস্ট দল থেকে কে এল রাহুল ছিটকে যাওয়ায় দরজা খুলে যায় আইয়ারের।

   

এতদিন পর্যন্ত ভারতীয় টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে দাপটের সঙ্গে খেললেও সাদা জার্সিতে সুযোগ হচ্ছিল না শ্রেয়াসের। রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পরে তার ওপর ভরসা রাখেন এবং তাকে টেস্ট দলে আনা হয়। হেড কোচ রাহুল দ্রাবিড় তার ওপর যে ভরসা রেখেছিল তার যোগ্য সম্মান রাখলেন শ্রেয়স আইআর। অভিষেক টেস্ট ম্যাচে খেলতে নেমেই দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি।

দশম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন শ্রেয়স আইআর। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমনকি নিজেদের অভিষেক টেস্ট ম্যাচে বিরাট কোহলি, ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটাররাও সেঞ্চুরি করতে পারেননি। অর্থাৎ বিরাট, ধোনি নিজেদের অভিষেক টেস্ট ম্যাচে যা করে দেখাতে পারেনি সেটাই করে দেখালেন তরুণ ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার।

এইদিন শ্রেয়স আইআর যখন ব্যাটিং করতে নামেন তখন পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকে দক্ষতার সঙ্গে ব্যাটিং করে দলের রান এগিয়ে নিয়ে যান শ্রেয়স এবং চাপের মুখে সেঞ্চুরি করে সবাইকে অবাক করে দেন তিনি। সেঞ্চুরি করার পর 105 রানের মাথায় টিম সাউদির বলে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান শ্রেয়স আইআর।