Arijit

সুনীল গাভাস্কারকে টপকে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ঐতিহাসিক নজির গড়লেন শ্রেয়স আইয়ার

ভারত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় এবং ম্যাচের আগে চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে কে এল রাহুলের ছিটকে যাওয়ার কারণে ভারতীয় টেস্ট দলের দরজা খুলে যায় শ্রেয়স আইআরের জন্য। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় শ্রেয়স আইয়ারের। অভিষেক ম্যাচেই দুর্দান্ত রেকর্ড করলেন এই তরুণ ভারতীয় ব্যাটসম্যান।

   

নিজের অভিষেক টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখলেন শ্রেয়াস আইয়ার। বিশ্বের দশম ব্যাটসম্যান এবং ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন এই তরুণ ভারতীয় ব্যাটসম্যান। এই নজির এর আগে আর কোন ভারতীয় ব্যাটসম্যানের নেই।

এর আগে অভিষেক টেস্ট ম্যাচে খেলতে নেমে দুই ইনিংসে অর্ধশত রান করেছিলেন ভারতের দুজন ব্যাটসম্যান। একজন হলেন সুনীল গাভাস্কার অপরজন হলেন দিলাওয়ার হুসেন। কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে 1933-34 সালে দিলাওয়ার হুসেন ও 1970-71 সিরিজে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুনীল গাওস্কর অভিষেক টেস্টের দু’ইনিংসেই অর্ধশতরান করেন। কিন্তু কেউ শতরান করতে পারেননি। সেই কীর্তি গড়লেন শ্রেয়স আইয়ার।