Arijit

অভিষেক টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে রাহুল দ্রাবিড়ের মর্যাদা রাখলেন শ্রেয়স আইয়ার

বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু হয়েছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। বৃহস্পতিবার কানপুরে প্রথম টেস্ট ম্যাচে খেলতে নেমেছে ভারতীয় দল। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে। এই টেস্টে ভারতীয় জার্সিতে অভিষেক হয় তরুণ ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আইআর এর।

   

চোট পেয়ে কে এল রাহুল টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ভাগ্যের চাকা ঘুরে যায় শ্রেয়স আইআর এর। এতদিন পর্যন্ত ভারতের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে খেললেও টেস্ট খেলার সৌভাগ্য হয়নি শ্রেয়স আইআর এর। রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পরই শ্রেয়স আইআরকে টেস্ট দলে সুযোগ দেওয়া হয়। আইআরের প্রতি রাহুল দ্রাবিড় যে বিশ্বাস করেছিলেন তার পূর্ণ মর্যাদা রাখলেন শ্রেয়স আইআর।

অভিষেক টেস্ট খেলতে নেমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করলেন শ্রেয়স আইআর। প্রথম দিনে শ্রেয়স যখন ব্যাটিং করতে নেমে ছিলেন তখন পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে জাদেজার সঙ্গে পার্টনারশিপ গড়ে ভারতের রান একটি মজবুত পরিস্থিতি এনে দেন। তারপর আজ সকালে খেলা শুরু হওয়ার পরই নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন শ্রেয়স আইআর।