Arijit

অদ্ভুত কারণ দেখিয়ে দিল্লির সঙ্গে ৭ বছরের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন শ্রেয়স আইয়ার, যাবেন অন্য দলে

আইপিএল শুরু হওয়ার কয়েক বছর পরই দিল্লি ক্যাপিটালসে যোগ দেন ভারতের উঠতি তারকা শ্রেয়স আইয়ার। তারপর দীর্ঘ সাত বছর দিল্লি ক্যাপিটালস এর জার্সি গায়ে আইপিএলে দাপিয়ে বেড়িয়েছেন শ্রেয়স। শেষ কয়েক বছরে দিল্লির অধিনায়কত্ব করেছেন তিনি। তবে এবার দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে শ্রেয়াস আইয়ারের।

   

2015 সালে দিল্লি ক্যাপিটালস দলে যোগদান করেন শ্রেয়স আইয়ার। তারপর থেকে নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে ক্রমশ দিল্লির ভরসা হয়ে উঠেন তিনি। 2018 সালে গৌতম গম্ভীর অধিনায়কত্ব ছাড়ার পর দায়িত্ব তুলে দেওয়া হয় আইয়ারের কাঁধে। তবে গত বছর আইপিএল শুরু হওয়ার আগে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যান শ্রেয়স। তারপর দিল্লির অধিনায়ক করা হয় ঋষভ পন্থকে। তবে চোট সারিয়ে আইপিএলের দ্বিতীয় পর্বে ফিরলেও আর অধিনায়কত্ব ফিরে পান নি শ্রেয়স।

আর সে কারণেই এবার দিল্লি ক্যাপিটালস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়াস আইয়ার। আইয়ার জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের তরফ থেকে আশ্বাস দেওয়া হলেও তা রাখা হয়নি, অর্থাৎ নেতৃত্ব ফিরে পাবে না জেনেই এবার দিল্লি ছাড়তে চলেছেন শ্রেয়স আইয়ার।