Arijit

বড় রান করেও হায়দ্রাবাদের কাছে ৭ উইকেটে হার কেকেআরের, ম্যাচের নায়ক প্রাক্তন নাইট

শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।

   

প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। তবে নিতিশ রানা এবং আন্দ্রে রাসেলের ব্যাটে ভর করে বড় রানে পৌঁছায় কেকেআর। 36 বলে 54 রান করেন নিতিশ রানা অপরদিকে মাত্র 25 বলে 49 রানের বিধ্বংসী ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। নির্ধারিত কুড়ি ওভার শেষে 175 রান করে কেকেআর।

কেকেআরের রান দেখে মনে হচ্ছিল তারা জয়ের জন্য প্রয়োজনীয় রান স্কোর বোর্ডে তুলে নিয়েছে। তবে এদিন ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠীর 37 বলে 71 রানের ইনিংস এবং আডম মার্করমের 36 বলে 68 রানের ইনিংসে ভর করে 7 উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচের সেরা হয়েছেন রাহুল ত্রিপাঠী।