গতকাল আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে সানরাইজার্স হায়দ্রাবাদ।
প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই ওপেনার অভিষেক শর্মা কে হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। সেই সময় দলের হাল ধরেন রাহুল ত্রিপাঠী এবং প্রিয়ম গার্গ। রাহুল ত্রিপাঠী 44 বলে 76 রান এবং প্রিয়ম গর্গ এর 26 বলে 42 রানে ভর করে এগিয়ে চলে হায়দ্রাবাদ। এছাড়াও শেষের দিকে এসে 22 বলে 37 রানের দুর্দান্ত ইনিংস খেলেন নিকোলাস পুরান। এই তিন জনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 6 উইকেট হারিয়ে 193 রান তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিশান। মাত্র 10 ওভারেই কোন উইকেট না হারিয়ে 95 রান তুলে নেয় তারা। তবে রোহিত শর্মা এবং ইসান কিষণ আউট হতেই পরপর উইকেট হারাতে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষের দিকে টিম ডেভিড 18 বলে 46 রানের ইনিংস খেললেও রান আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যায় এবং 190 রানেই শেষ হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংস। 3 রানে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।