এস এস রাজামৌলি,আর আর আর,অস্কার,দক্ষিণ ভারতীয় সিনেমা,টলিউড,বিনোদন,SS Rajamouli,RRR,Oscar,South Indian Cinema,Tollywood,Entertainment

Moumita

‘অস্কার জিতলেও সিনেমার ধরণ বদলাব না’, বিদেশের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন রাজামৌলী

ভারতে একরকম ঝড় তুলেছিল এস এস রাজামৌলির RRR। হিন্দি সিনেমার শেষ চিহ্নটুকুও মিটিয়ে দেয় RRR। সিনেমাতে জুনিয়র NTR, রামচরন, অজয় দেবগন এবং আলিয়ার মত অভিনেতা এই সিনেমায় অভিনয় করেন। ভারতে তো বটেই বিদেশের বক্স অফিসেও দারুণ পারফরম্যান্স দেখায় এই ছবি। এমনকি বিদেশের ম্যাগাজিন দাবী করেছিল যে এই সিনেমা নাকি অস্কার এর দৌড়ে রয়েছে।

   

আর এই মুহূর্তে রাজামৌলি তার সিনেমার ভাগ্যে অস্কার এর শিকে ছেঁড়ার প্রয়োজনে বিশ্বের একাধিক জায়গায় এই সিনেমার স্ক্রিনিং করেছেন। বর্তমানে তিনি রয়েইছেন মার্কিন মুলুকে। সেখানেই RRR এর অস্কার জেতার সম্ভাবনা নিয়ে মুখ খোলেন তিনি।

সেদেশের বিখ্যাত IFC সেন্টারে স্ক্রিনিং এর পর এক আলোচনা সভায় রাজামৌলি বলেন যে, তিনি নিঃসন্দেহে এই সিনেমার অস্কার জেতাকে সম্মান করবেন। তবে তার জন্য তিনি নিজের কাজের ধরনে কোনো পরিবর্তন আনবেন না। রাজামৌলি বলেন যে, তার ছবি অস্কার জিতুক আর নাই জিতুক, তার আগামী ছবিতে কোনো বদল আসবে না।

এস এস রাজামৌলি,আর আর আর,অস্কার,দক্ষিণ ভারতীয় সিনেমা,টলিউড,বিনোদন,SS Rajamouli,RRR,Oscar,South Indian Cinema,Tollywood,Entertainment

তবে এর সাথে তিনি এও বলেন যে, অস্কার এর মত পুরষ্কার পাওয়া তার দেশের এবং তার ছবি আর নিজের জন্য বিরাট পাওনা হবে। রাজামৌলি তারসাথে আরো যোগ করেন যে, তাদের কাজের ধরনে পরিবর্তন না হলেও গল্পবলার ব্যাপারে আরো উন্নতি করতে হবে তাকে।

সিনেমার বিষয়বস্তু নিয়ে বলার সময় রজমৌলি জানান , “ছবির শুরুতেই আপনারা একটি ডিসক্লেইমার দেখতে পাবেন কিন্তু যদি আপনারা সেই ডিসক্লেইমার মিস করে যান তাহলেও সিনেমা দেখার সময় বুঝতে পারবেন এটি আসলে নিছকই গল্প মাত্র, কোনো ইতিহাস নয়। সিনেমাতে যদি কোনো একজন ব্রিটিশ ভিলেন হয় তার মানে এমনটা মোটেই নয় যে, সমস্ত ব্রিটিশই ভিলেন।”

এস এস রাজামৌলি,আর আর আর,অস্কার,দক্ষিণ ভারতীয় সিনেমা,টলিউড,বিনোদন,SS Rajamouli,RRR,Oscar,South Indian Cinema,Tollywood,Entertainment

জানলে অবাক হবেন যে, এই সিনেমা যদি অস্কার এর জন্য নমিনেটেড হয় তাহলে দীর্ঘ ২১ বছর পর কোনো ভারতীয় সিনেমা অস্কার এর মঞ্চ যেতে পারবে। মজার বিষয় হলো যে, এর আগে যে সিনেমা অস্কার এর দৌড়ে ছিল সেই লাগান সিনেমাও ব্রিটিশ রাজের পটভূমিতে তৈরি হয়েছিল। আর এই RRR সিনেমাও ভারতে ব্রিটিশ দের শাসনকালের প্রেক্ষাপটেই তৈরী হয়েছে।