নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের(Bengali Serial)তারকাদের জনপ্রিয়তা এখন বড়পর্দার সেলিব্রিটিদের থেকে কোন অংশে কম নয়। কোনো নায়ক বা নায়িকাকে বেশ কিছুদিন টিভির পর্দায় দেখতে না পারলে প্রশ্ন ওঠে দর্শকদের মনে। তাদেরকে মিস করতে শুরু করেন ভক্তরা। স্টার জলসার এমনই একজনপ্রিয় অভিনেত্রী হলেন মধুবনী গোস্বামী(Madhubani Goswami)। দীর্ঘদিন ধরে তিনি অভিনয় জগত থেকে সরে দাঁড়িয়েছেন।
তবে এবার প্রায় চার বছর পর সিরিয়ালের ফিরছেন তিনি। আর এই খবরে চমকে গিয়েছে তার ভক্তরা। স্টার জলসার একসময় সুপারহিট সিরিয়াল ‘ভালোবাসা ডট কম'(Bhalobasa Dot Com) ওম এবং তোড়ার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এই সিরিয়ালের নায়ক রাজা গোস্বামীকেই বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান হয়েছে। ছেলের জন্মের পর রাজা নিয়মিত অভিনয় করলেও নিজের কাজ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী।
মধুবনী আগেই জানিয়েছিলেন, ছেলে বড় না হওয়া পর্যন্ত তিনি অভিনয়ে ফিরবেন না। রাজা কাজের জন্য বাইরে থাকলে মধুবনী তার ছেলের খেয়াল রাখে। তবে শুধু এইটুকুই নয় ছেলেকে খেয়াল রাখার পাশাপাশি তার একটি নিজস্ব পার্লার রয়েছে এবং নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। এবার তিনি খুব শীঘ্রই সান বাংলার শ্যামা সিরিয়াল অভিনয় করবেন। আর তার এই কামব্যাকের কথা তিনি একটি সংবাদ মাধ্যমের কাছেও শুনিয়েছেন।
তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার ছেলে কেশবের বয়স এখন ২ বছর ৪ মাস। এখনো পুরোপুরি অভিনয়ে ফেরার সময় বা পরিস্থিতি কোনটাই নয়। কারণ মেগাতে মুখ্য চরিত্র করতে গেলে এখন ২০ থেকে ২৫ দিন অন্তত শুটিং করতে হয়। আমার পক্ষে সত্যি বলতে এখন সেটা করা সম্ভব নয়। ছেলে এখনো খুবই ছোট। এই চরিত্রটা মাসে ৮ থেকে ১০ দিনের শ্যুটিং করলেই হবে। ‘
এর পাশাপাশি অভিনেত্রী এটাও জানিয়েছেন, এই সিরিয়ালের জন্য তার লুক সেট হয়ে গিয়েছে। কিন্তু এখনো শুটিং শুরু হয়নি। এই সিরিয়ালে মা তারার ভূমিকাতে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি। নতুন এক ধরনের চরিত্র পেয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন নায়িকা। আগামী মাস থেকে এই সিরিয়ালের শুটিং শুরু হবে। এই ‘শ্যামা’ সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন হানি বাফানা এবং টুম্পা ঘোষ।