ফাঁস হবে সত্যি! তারার জন্য ভাঙবে সন্ধ্যা-নীলের সম্পর্ক, দুর্দান্ত টুইস্ট আসছে ‘সন্ধ্যাতারা’য়

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় সিরিয়ার হল ‘সন্ধ্যাতারা'(Sandhyatara)। টিআরপি(TRP) তালিকায় খুব একটা ভালো রেজাল্ট না করলেও দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে সন্ধ্যা, তারা এবং আকাশনীলের এই সিরিয়াল। যারা এই সিরিয়াল নিয়মিত দেখেন তারা জানেন মায়ের পছন্দমত মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে বাধ্য হয় নীল।

তাই সন্ধ্যার বোন তারাকে ভালোবাসা সত্ত্বেও তাকে বিয়ে করতে পারে না সে। বিয়ের পর নীলের সঙ্গে সন্ধ্যার সম্পর্ক খুব একটা ভালো না। কিন্তু সন্ধ্যা-নীলের মন জয় করতে মরিয়া। সরাসরি তার স্বামীকে চ্যালেঞ্জ জানায় নীলকে তার জন্য ভালোবাসা আদায় করে দেখাবে সন্ধ্যা। যদিও সে এখনো জানে না নীল যেই মেয়েটিকে ভালোবাসে সেটি আসলে তার নিজের বোন তারা।

আগামী দিনের সন্ধ্যা এই সত্যিটা জানার পর কি অবস্থা হবে সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। এইসবের মধ্যেই তারাকে বিয়ের সাজে দেখা গিয়েছে। সম্প্রতি অভিনেত্রী অমৃতা দেবনাথ তার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিয়ের সাজে একটি ভিডিও শেয়ার করেছেন। এর ক্যাপশনে দেওয়া রয়েছে, ‘তারা’। সঙ্গে একটি ভালোবাসার ইমোজি।

 

View this post on Instagram

 

A post shared by Amrita debnath (@amrita24__)

এই ভিডিও দেখে দর্শকদের মনে প্রশ্ন জেগেছে। তাহলে কি সন্ধ্যাকে ছেড়ে তারাকে বিয়ে করবে নীল? স্বামীর ভালোবাসার আসল মানুষকে জানার পর বিয়ে ভেঙে দেবে সন্ধ্যা? এইসব প্রশ্নের জন্য চিন্তায় পড়েছেন দর্শকেরা। যদিও এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য দর্শকদের আগামী পর্বগুলো পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Avatar

Papiya Paul

X