কপাল পুড়লো এই জনপ্রিয় সিরিয়ালের! প্রকাশ্যে ‘তোমাদের রানী’ সিরিয়ালের টাইম স্লট

নিউজশর্ট ডেস্কঃ Tomader Rani Serial Time Slot : বাংলা টেলিভিশনে নিত্যনতুন সিরিয়াল(Bengali Mega Serial) যেমন আসছে সেরকমই দুই থেকে তিন মাসের মধ্যেই নতুন সিরিয়ালও বন্ধ হয়ে যাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘স্টার জলসা’র(Star Jalsa) নতুন বাংলা সিরিয়াল ‘তোমাদের রানী'(Tomader Rani)। যেখানে প্রথম প্রোমো দেখেই দর্শকদের মধ্যে প্রশংসা এবং সমালোচনা দুই জুটেছে। এই সিরিয়ালের নায়িকা রানী ওরফে নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার(Avika Malakar) এবং নায়ক দুর্জয় ওরফে অভিনেতা অর্ক  প্রভকে(Arko Provo) পছন্দ করেছে দর্শকেরা।

একেবারে অন্য ধারার সিরিয়াল নিয়ে এসেছে নির্মাতারা। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া নয়, বরং একজন গর্ভবতী মায়ের পারিবারিক এবং নিজের স্বপ্ন পূরণের লড়াই কিভাবে বাস্তবায়িত হবে সেটাই দেখানো হবে। নতুন এই ধারাবাহিকের কনটেন্ট দেখে মন ভালো হয়ে গিয়েছে দর্শকদের। যদিও শুধু প্রশংসা নয়, বিস্তর সমালোচনাও জুটেছে এই সিরিয়ালের।

অনেকেই দাবি করেছেন মেডিকেল পরীক্ষা দিতে গিয়ে হাতে স্মার্ট ওয়াচ পড়া নিতান্তই অপরাধ। সম্প্রতি এই সিরিয়াল নিয়ে এক বড়োসড়ো আপডেট এসেছে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে। এই নতুন সিরিয়াল সম্পর্কে এক বিগ ব্রেকিং নিউজ সামনে নিয়ে এসেছে এক ভক্ত।

তার দাবি,  ‘এই মুহুর্তে সব থেকে বড়ো ব্রেকিং নিউজ! নেক্সট উইকের টিআরপি দেখে স্লট ঘোষণা করা হবে তোমাদের রানি সিরিয়াল সন্ধের ৭ টায় নাহলে ৮ টায় আসবে একদম ১০০% কনফার্ম নিউজ। তুঁতে অন্য স্লটে যাবে বাংলা মিডিয়াম আর গাঁটছড়া শেষ হবে গুড্ডি আপাতত এখন শেষ হবে না ধন্যবাদ। ( দয়া করে কমেন্টে ফেক নিউজ বলে চিৎকার করবেন না।)

Bangla Medium

অর্থাৎ এই সিরিয়ালের জন্য শেষ হতে পারে ‘গাঁটছড়া’, কিংবা ‘গুড্ডি’, অথবা ইন্দিরা ম্যাডামের ‘বাংলা মিডিয়ামের’ অবস্থাও শোচনীয়। তবে টাইম স্লট পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ‘তুঁতে’র। যদিও চ্যানেলের তরফ থেকে এখনো কিছু সেভাবে বলা হয়নি।

Avatar

Papiya Paul

X