তলানিতে TRP, রাতারাতি ‘তুঁতে’ সিরিয়ালের প্রধান চরিত্রকে বদলে দিচ্ছে নির্মাতারা! চিন্তায় ভক্তরা

নিউজশর্ট ডেস্কঃ Star Jalsa’s Tunte Serial One Character Left Out: ইতিমধ্যেই প্রোমো প্রকাশ্যে চলে এসেছে। প্রোমো দেখামাত্রই দর্শকদের পছন্দ হয়েছে স্টার জলসার(Star Jalsa) নতুন সিরিয়াল ‘তোমাদের রানী’র(Tomader Rani) নতুন জুটিকে। একেবারে আনকোরা নতুন নায়ক এবং নায়িকাকে নিয়ে শুরু হতে চলেছে এই সিরিয়াল(Bengali Serial)। যদিও এখনো কবে থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে তা জানা যায়নি।

কিন্তু মনে করা হচ্ছে যে প্রাইম টাইমে এই ধারাবাহিক শুরু হবে। টিআরপি তালিকায় সবথেকে খারাপ অবস্থায় রয়েছে যে সিরিয়ালগুলো সেগুলোকে প্রাইম টাইম থেকে সরিয়ে নন প্রাইম টাইমে রাখা হতে পারে বলেও জানা গিয়েছে। এই মুহূর্তে প্রাইম টাইমে রয়েছে স্টার জলসার ‘তুঁতে'(Tunte) ধারাবাহিক। টিআরপি তরিকায় বরাবরই খারাপ রেজাল্ট করার জন্য এই ধারাবাহিকের জায়গায় ‘তোমাদের রানী’ আসতে পারে বলে মত প্রকাশ করেছেন দর্শকদের একাংশ।

তবে এর মাঝেই শোনা গেল আরেকটি নতুন খবর। যা শুনেই চমকে গিয়েছেন ভক্তরা। জানা গিয়েছে, তুঁতে ধারাবাহিকের এক প্রধান চরিত্র নাকি ‘তোমাদের রানী’ ধারাবাহিকে চলে গিয়েছেন। এই অভিনেত্রী হলেন অনন্যা গুহ।  তুঁতে ধারাবাহিকে তুঁতের ননদের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। এখানে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অনন্যা।

এর আগে কৃষ্ণকলি ধারাবাহিকে মুন্নির চরিত্রে অভিনয় করার পর দর্শকদের নজরে আসেন তিনি। এরপর লক্ষ্মীপাকিমা সুপারস্টার সহ আরো বেশ কিছু ধারাবাহিক কাজ করেছেন এই অভিনেত্রী। তোমাদের রানী ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা মিলবে অনন্যার। এই ধারাবাহিকে নতুন চরিত্রে কিভাবে দর্শকদের মন জয় করতে পারেন এই সুন্দরী অভিনেত্রী সেটাই এখন দেখার।

Papiya Paul

X