অসমাপ্ত গল্প, তবুও রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার এই ২ জনপ্রিয় সিরিয়াল! চিন্তায় দর্শকেরা

নিউজ শর্ট ডেস্কঃ Star Jalsha Two Serial’s Will Be Air Off: টিআরপি(TRP) তালিকায় জায়গা না করতে পারলে মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই সিরিয়াল বন্ধ করে দিচ্ছে স্টার জলসা(Star Jalsa) চ্যানেল। প্রায় প্রত্যেক মাসেই নিত্যনতুন সিরিয়াল নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে এই চ্যানেল। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল'(Love Bie Aajkal) ও ‘তোমাদের রানী'(Tomader Rani)। ইতিমধ্যেই প্রোমো প্রকাশ হয়ে গিয়েছে।

আর নতুন সিরিয়াল আসা মানেই বন্ধ হবে পুরনো সিরিয়াল। স্টার জলসা চ্যানেলের দিকে চোখ রাখলে দেখা যায় বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপি তালিকাতে খারাপ রেজাল্ট করছে এই চ্যানেলের কয়েকটি সিরিয়াল। তাই লোকসানের মুখে পড়তে হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষকে। এই তালিকায় রয়েছে বাংলা মিডিয়াম(Bangla Medium), তুঁতে(Tunte), পঞ্চমী(Ponchomi), এক্কাদোক্কা(Ekkadokka) এবং গুড্ডি(Guddi)। তুঁতে ছাড়া প্রত্যেকটা সিরিয়ালে একসময় টিআরপিতে ভালো ফলাফল দিয়েছিল।

কিন্তু এখন নিজেদের জায়গা ধরে রাখতে পারছে না এই সিরিয়ালগুলো। নতুন সিরিয়ালের প্রমো যখন চলে এসেছে তখন খুব শীঘ্রই সেগুলো চালু হয়ে যাবে। টিআরপির জন্যই যখন এত বেশি মাথা ঘামানো তখন এই নতুন সিরিয়ালগুলো প্রাইম টাইমে আসবে এটাই নিশ্চিত। তুঁতে এবং বাংলা মিডিয়াম আর পঞ্চমী সিরিয়াল শেষ হয়ে যেতে পারে বলে খবর মিলেছে।

Bangla Medium

স্টুডিও পাড়ার এটাও গুঞ্জন টেন্ট প্রোডাকশন নাকি জানিয়ে দিয়েছে তাদের নতুন কোন সিরিয়াল আসার পর যদি বাংলা মিডিয়াম স্লট না পায় তাহলে সেই সিরিয়াল বন্ধ করে দিতে হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরে বন্ধ হয়ে যেতে পারে এই সিরিয়াল। এদিকে খুব খারাপ অবস্থা ‘পঞ্চমী’র। জি বাংলার রাঙা বউয়ের বিপরীতে টক্কর দিতে গিয়ে হেরে ভূত এই পঞ্চমী।

Panchami

আর এগুলোর মধ্যে সবথেকে খারাপ অবস্থা হল তুঁতের। এখানে স্লট পাওয়া তো দূর, সিরিয়াল শুরুর এতদিন হয়ে যাওয়ার পরেও টিআরপি তালিকায় সেরা দশে জায়গা করে উঠতে পারেনি দীপান্বিতা রক্ষিত এবং সৈয়দ আরিফেনের এই ধারাবাহিক। গাঁটছড়াকে প্রাইম টাইম থেকে সরিয়ে এই তুঁতেকে আনা হয়েছিল। মনে করা হয়েছিল জগদ্ধাত্রীকে টক্কর দিতে পারবে।

কিন্তু এখন যা অবস্থা সেখানে খুব শীঘ্রই এটি বন্ধ হয়ে যেতে পারে। যদিও এ সিরিয়াল এখনো অসম্পূর্ণ। সবে মাত্র শুরু হয়েছে তাই চ্যানেল কর্তৃপক্ষ নাও বন্ধ করতে পারে। কিন্তু নতুন দুটো সিরিয়াল যখন আসছে তখন যে কোন দুটো ধারাবাহিককে বন্ধ হতেই হবে. তবে কোন দুটো ধারাবাহিক বন্ধ হবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।

Papiya Paul

X