Star Jalsha Anurager Chhowa Surja will remember everything upcoming twist

অবশেষে স্মৃতি ফিরছে পাগলা সূর্যর, TRP তুলতে ধামাকা টুইস্ট, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়ালের (Serial) মধ্যে অন্যতম ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। অন্যান্য ধারাবাহিক যেখানে ৩ বা ৬ মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সেখানে দু বছর পরেও টিআরপি তালিকায় (TRP List) দিব্যি সেরা দশের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে সূর্য-দীপার জুটি। তবে ষষ্ঠ বা সপ্তম স্থান নয় এবার টিআরপি তালিকায় ঝড় তুলতে বড় টুইস্ট আসছে গল্পে।

বড়সড় টুইস্ট আসছে ‘অনুরাগের ছোঁয়া’র গল্পে!

নিয়মিত দর্শকেরা সকলেই জানেন, বর্তমানে সূর্যের স্মৃতি হারিয়েছে। সেনগুপ্ত বাড়ি থেকে দীপাকে তাড়িয়ে ইরা দিব্যি আধিপত্য বিস্তার করার চেষ্টা চালাচ্ছিল। তবে দীপা দক্ষিণী নার্স সেজে ঘরে এন্ট্রি পেয়ে গিয়েছে। দীপা, লাবণ্য সেনগুপ্ত থেকে শুরু করে বাড়ির সকলে চেষ্টা করছে সূর্যর স্মৃতি ফেরানোর জন্য।

যদিও সূর্যের স্মৃতি ফিরে আসুক এটা মোটেই চায় না ইরা ও অর্ণব। কারণ সেটা ফিরলে যে আদতে তাদেরই মুশকিল হয়ে যাবে। সেই কারণে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া নাম করে সূর্যকে মোহনপুরের দিকে  চলে যায় ইরা ও অর্ণব। কিন্তু এবার আরও বড়সড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।

Anurager Chhowa Deepa Surja

আরও পড়ুনঃ অভিনয়ের মত পড়াশোনাতেও দুর্দান্ত! অল্প বয়সেই সায়েন্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতল ‘মিষ্টি’

নেটিজেনদের অনেকেই জানতে চাইছেন যে কবে স্মৃতি ফিরবে সূর্যর? এবার এই সংক্রান্ত সুখবর দিয়েছে একটি ফেসবুক ফ্যানপেজ। যেখানে দাবি করা হয়েছে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই সূর্যর সব কিছু মনে পড়ে যাবে।

স্বাভাবিকভাবেই সূর্যের স্মৃতি ফেরার খবরে খুশি হয়েছেন দর্শকেরা। তবে সবটাই ফ্যানপেজের বক্তব্য বাস্তবে কি হবে সেটা আগামী দিনে টিভির পর্দায় চোখ রাখলেই দেখা যাবে। প্রসঙ্গত, শেষ সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকায় নবম স্থানে ছিল ‘অনুরাগের ছোঁয়া’র নাম। তবে যদি সূর্যের স্মৃতি ফেরে তাহলে টিআরপি বাড়বে সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত দর্শকেরা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X