Star Jalsha

TRP-তে ফের ছক্কা মারবে স্টার জলসা, নতুন ধামাকাদার ধারাবাহিক নিয়ে পর্দায় কামব্যাক ‘খুকুমণি’র

টেলি দুনিয়ায় এখন নতুন নতুন নতুন ধারাবাহিকের (Bengali Serial) আনাগোনা। ধারাবাহিক শেষ হওয়ার আগেই চলে আসছে নতুন ধারাবাহিকের প্রোমো (Promo)। এই যেমন সদ্যই শেষ হল স্টার জলসার (Star Jalsha) ‘বালিঝড়’। তার বদলে শুরু হয়েছে সব্যসাচীর রামপ্রসাদ (Ramprasad)। তবে এবার কার কপাল পুড়লো কে জানে? কারণ খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘তুঁতে’ (Tunte)।

নাম শুনে অবাক হচ্ছেন তো? হয়ত ভাবছেন যে এ আবার কী? তাহলে বলি, অবাক হওয়ার কিছুই নেই। স্টার জলসার নতুন ধারাবাহিকের নাম এটি। গরিব পরিবারের মেয়ের ফ্যাশন ডিজাইনার হওয়ার গল্প বলতে আসছে স্টার পরিবারের নতুন সদস্যা, তুঁতে। যার হাতের ছোঁয়ায় সাধারণ আটপৌরে শাড়িও হয়ে ওঠে নজরকাড়া।

সাম্প্রতিক প্রকাশিত এই প্রোমো দেখে যা বোঝা যাচ্ছে, সংগ্রামী পরিবার থেকে উঠে আসছে তুঁতে। তার হাতে রয়েছে জাদু। যে কোনো জামা কাপড়, শাড়িতে হাত দিলেই তাতে সোনা ফলে যায়। তবে বাধ সেধেছে তার পরিবার। তার সৎ মা তাকে বিক্রি করে দেয় শহরের এক বড় বাড়ির কাছে।

টলিউড,‌ বিনোদন,গসিপ,স্টার জলসা,তুঁতে,নতুন ধারাবাহিক,প্রোমো,Tollywood,Entertainment,Gossip,Star Jalsha,Tunte,New Serial,Promo

বড় বাড়ির মেয়ের হুকুম তালিম করার জন্য নিয়ে যাওয়া হয়ে গেছে তাকে। যদিও তাকে এই নিয়ে কিছুই জানানো হয়নি। তুঁতেকে বলা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য। যদিও আসলে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের আদরের মেয়ের ফাই ফরমাশ খাটার জন্য।

 

প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন, দীপান্বিতা রক্ষিত ও সৈয়দ আরেফিন। সূত্রের খবর, Acropoliis এর অধীনে আসতে চলেছে আসন্ন এই ধারাবাহিক। যদিও প্রোমোর গল্প যে মানুষের খুব পছন্দ হয়েছে তেমনটা নয়। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘মন দিতে চাই এবং কে আপন পর মিশিয়ে দিয়ে তৈরি তুঁতে। ’

Avatar

Moumita

X