Star Jalsha New Serial 'Dui Shalik' Date and Time Slot announced

নতুনের জেরে কার ঘাড়ে পড়ল কোপ? প্রকাশ্যে ‘দুই শালিক’ শুরুর দিন সহ টাইমস্লট

পার্থ মান্নাঃ ষ্টার জলসার পর্দায় একসাথেই আসছে দুটি নতুন ধারাবাহিক। যার মধ্যে একটি হল ‘দুই শালিক’। নতুন এই মেগাতেই কামব্যাক করছেন ‘ইচ্ছে পুতুল’ নায়িকা তিতিক্ষা দাস। তাই ভক্তরা দারুন খুশি। গল্পে ভীতু আর শান্ত প্রকৃতির মেয়ে হিসাবে দেখা যাবে তাকে। অন্যদিকে আরেক বোনের চরিত্রে থাকবেন অভিনেত্রী নন্দিনী দত্ত। জুডো জানা এই বোন কিন্তু স্বভাবে একেবারেই উল্টো নিজের আত্মরক্ষা করত এসে ঠিকই জানে।

প্রোমো আসার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ছিল কবে থেকে শুরু হবে ধারাবাহিকটি। তবে তার থেকেও বড় প্রশ্ন হল এই মেগাকে জায়গা দিতে কার পথচলা শেষ হবে? কারণ আরেক মেগা ‘রাঙ্গামতি তীরন্দাজ’ শুরুর জন্য শেষ হচ্ছে বঁধুয়া। দর্শকদের চিন্তার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল সিরিয়াল শুরু দিনক্ষণ ও টাইমস্লট। আগামী সোম বার থেকেই বিকেল ৫টা বেজে ৩০ মিনিট থেকে সম্প্রচারিত হবে দুই শালিক। তাই কোনো সিরিয়ালই শেষ হল না।

Star Jalsha New Serial Dui Shalik promo out now featuring Titiksha Das and Nandini Dutta

আসলে এই সময়টাই ‘ভক্তি সাগর’ সম্প্রচারিত হত। কিন্তু সেটা শেষ হওয়ার পর নতুন কোনো গল্প আসেনি। ইস্টি কুটুম বা জল নুপুর ধারাবাহিকের পুনঃপ্রচার হত এই সময়ে। তার বদলেই আগামী ৩০ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ‘দুই শালিক’। তাছাড়া টাইমস্লট অ্যানাউন্সমেন্টের পাশাপাশি নতুন প্রোমোও প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে শুরুতেই দেখা যাচ্ছে দুই যমজ মেয়ের জন্ম। কিন্তু জন্ম একসাথে হলেও আলাদা হয়ে যায় তাদের পৃথিবী। একবোন হয় জুডোতে পারদর্শী। যার বক্তব্য, লাইফে এমন তৈরী হতে হবে যাতে অন্যের মাথার ছাতা হতে প্যারিস কিন্তু কারোর পায়ের জুতো হবি না। এদিকে আরেক বোন একেবারেই ভীতু ও শান্ত মুখ থেকে তাঁর কথাই বেরোয় না। প্রোমোতে জুতো পরিষ্কার করতে করতে চোখের জল ফেলতে দেখা যাচ্ছে তাকে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

তবে অদ্ভুত বিষয় হল একজন কাঁদলে আরেকজনের চোখ থেকো জল পরে। এর আগে প্রথম প্রোমোতেও দেখা গিয়েছিল একজন মারপিট করলে আরেকজনেরও হাত চলে। এমন নাড়ির টানে বাধা দুই বোনের কিভাবে মিল হবে আর একেঅপরের ভরসা হবে দুজনে সেটাই এখন দেখার অপেক্ষা। তাহলে চোখ রাখুন ষ্টার জলসায় বিকেল সাড়ে ৫ টা থেকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X