Star Jalsha New Serial Dui Shalik promo out now featuring Titiksha Das and Nandini Dutta

একজন ফ্লাওয়ার তো আরেকজন ফায়ার! ষ্টার জলসায় দুই বোনের গল্পে কামব্যাক করছে তিতিক্ষা, রইল প্রোমো

পার্থ মান্নাঃ বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই সিরিয়াল। বিকেল নামতেই টেলিভিশনে পর্দায় একাধিক গল্পের সম্প্রচার শুরু হয়। তবে মুশকিল হল বিগত কয়েক মাস যাবৎ একাধিক মেগা শুরু হলেও গুটিকতক বেঁচে রয়েছে। বাকিরা টিআরপির অভাবে বন্ধ হয়ে গিয়েছে। তবে সম্প্রতি আবারও একটি নতুন সিরিয়ালের প্রথম প্রোমো লঞ্চ করেছে ষ্টার জলসা। যা দেখে বেশ উচ্ছসিত দর্শকেরা।

আজ রবিবারেই ষ্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজে নতুন মেগা ‘দুই শালিক’ এর প্রোমো শেয়ার করা হয়েছে। প্রোমো দেখেই বোঝা যাচ্ছে দুই বোনের কাঁদিনি বলবে এই ধারাবাহিকটি। তবে যেটা দেখে দর্শকের বেশি খুশি সেটা হল এই মেগার হাত ধরেই কামব্যাক করছেন ‘ইচ্ছেপুতুল’ অভিনেত্রী তিতিক্ষা দাস। এর সাথে ‘রামকৃষ্ণ’ খ্যাত অভিনেত্রী নন্দিনী দত্তকেও দেখা যাবে।

মাত্র ১০ সেকেন্ডের প্রোমো রিলিজ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একবোন ক্যারাটেতে ওস্তাদ ও অন্যজন একেবারে গোবেচারী। নতুন ধারাবাহিকে তিতীক্ষাকে বেচারির ভূমিকাতেই রাখা হয়েছে। কোনো এক বড়লোক বাড়ির চাকর সে। কারণ ভিডিওতে জুতো পালিশ করতে দেখা যাচ্ছে তাকে। জুতো পালিশ করতে গিয়ে তাঁকে পায়ে করেই ঠেলে সরিয়ে হচ্ছে। এরপরেই দেখা যায় ক্যারাটে জানা নন্দিনী তাঁর পাশে দাঁড়াচ্ছে।

কিন্তু প্রশ্ন হল দুই নায়িকাকে তো দেখা গেল। তাহলে নায়ক হচ্ছে কে? টেলিপাড়ার জল্পনা মতে, ‘তোমাদের রানি’ সিরিয়ালের নায়ক অর্কপ্রভকেই হয়তো দেখা যাবে নায়ক হিসাবে। তবে প্রোমোতে কোনো নায়কের দেখা মেলেনি তাই আপাতত অপেক্ষা করতে হবে দর্শকদের। অল্প কয়েক ঘন্টার মধ্যে প্রোমোটি বেশ ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ ষ্টার জলসার মহালয়ায় দেখা যাবে কোয়েল-দিব্যজ্যোতি জুটি! আর থাকছেন কারা? দেখুন তালিকা

একইসাথে নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে কোন মেগার বদলে আসবে এই ধারাবাহিকটি? কারণ একজন শুরু মানেই আরেকজনের শেষ। দর্শকদের অনেকের মতেই বঁধূয়া ধারাবাহিকটি হয়তো শেষ হতে পারে। যদি তাই হয় তাহলে সেই স্লটেই আসবে ‘দুই শালিক’। এখন বাস্তবে কি হয় সেটাই দেখার অপেক্ষা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X