বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যত দিন যাচ্ছে ততই বাড়ছে জনপ্রিয়তা। তরতরিয়ে বাড়ছে টিআরপি-ও। বিগত কয়েক মাস ধরেই প্রতি সপ্তাহেই বেঙ্গল টপারের খেতাবটা ধরে রেখেছে এই মেগা।
যদিও এতকিছুর মধ্যে একটা প্রশ্নই সকলের মনে ঘুরপাক খাচ্ছে। তা হল, কবে সোনা-রুপার দৌলতে এক হবে সূর্য-দীপা? যদিও বেশকিছুদিন ধরে কাছাকাছিই রয়েছে তারা, তবে তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি কিন্তু এখনও মেটেনি। দার্জিলিং-য়ে ঘুরতে গিয়েও বেশ কয়েকবার কাছাকাছি এসেছে তারা।
তবে সাম্প্রতিক পর্বে যা দেখানো হয়েছে তা সত্যিই চমকানোর মতোই। যারা সিরিয়ালটির নিয়মিত দর্শক তারা আজকের পর্বটি কোনোভাবেই মিস করবেননা। কারণ আজ দেখতে পাবেন যে, রূপার অ্যাডমিশন ফর্ম দেখতে গিয়ে সূর্য দেখতে পায় যে, মায়ের জায়গায় দীপার নাম লেখা এবং বাবার জায়গায় তার নাম।
সেটা দেখার পর রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে সূর্য। এমতাবস্থায় হাজারো প্রশ্ন ভিড় করে তার মাথায়। যদিও এরপর কী ঘটবে সেটা এখনও দেখানো হয়নি। তবে সম্প্রতি একটি নতুন প্রোমো রিলিজ করেছে স্টার জলসা। যা কী না আরো চমকপ্রদ।
সাম্প্রতিক এই প্রোমোতে দেখা যাচ্ছে, নিজের যমজ সন্তানের কথা জানতে পারছে দীপা। ডক্টর তাকে জানায় তার দুটি মেয়ে হয়েছিল, আর এই কথা শুনে চমকে যায় দীপা। খবর শোনা মাত্রই রীতিমত অস্থির হয়ে ওঠে সে। সেখান থেকে ছুটে বেরিয়ে সে যায় সূর্যর কাছে।
ওদিকে সূর্য তখন দুই মেয়েকে কাঁধে নিয়ে রাস্তায় হাঁটতে থাকে। দীপা গিয়ে ডাক্তারবাবু করে ডেকে ওঠে। আপাতত এইটুকু দেখিয়েই প্রোমোটি শেষ করেছে স্টার জলসা। তবে আগামী দিনগুলিতে যে খুব বড় চমক আসতে চলেছে তা বলাই বাহুল্য। কারণ একটা কথা তো ঠিক যে, দেরিতে হলেও সমস্ত সত্যি সামনে আসতেই হবে। ধীরে ধীরে ফাঁস হবে মিশকার সব কারচুপি। যদিও সেটার জন্য দর্শকদের হয়ত আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।