এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বলা ভালো বাঙালি কন্যাদের হৃদয়ে যিনি রাজ করছেন তিনি হলেন স্টার জলসা (Star Jalsha) ফেম অর্পন ঘোষাল (Arpan Ghoshal l। ‘মেয়েবেলা’ (Meyebela) সিরিয়ালের সৌজন্যে নতুন বং ক্রাশ হয়ে উঠেছেন তিনি। সুজয়দা এবং বাবাইদা-র পর মেয়েরা এখন ডোডোদা বলতে অজ্ঞান। এরমধ্যেই অর্পনকে নিয়ে এক বড় খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। তার স্পষ্ট কথা, চোখমুখের অভিব্যক্তি এবং সাবলীল অভিনয় দেখে রীতিমত কুপোকাত বঙ্গ তনয়ারা। তবে অনেকেই হয়ত জানেননা যে, স্টার জলসায় এটি তার প্রথম অভিনয় হলেও, অভিনয় কিন্তু তার রক্তে। থিয়েটার থেকে শুরু করে ওয়েব সিরিজ সবেতেই তার রাজত্ব।
এর আগে কাজ করেছেন কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ ধারাবাহিকে। এছাড়াও হইচইতে ‘হোস্টেল ডেজ’ এবং ‘গভীর জলের মাছ’র মত ওয়েব সিরিজে তার অভিনয় নজর কেড়েছে। পর্দার বাইরে একটি নাট্যদলের সঙ্গে যুক্ত অর্পণ। থিয়েটারের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে তার।
এর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, দেশে যদি থিয়েটার করে জীবিকা নির্বাহের সুযোগ থাকত, তাহলে হয়তো তিনি ক্যামেরার সামনে কাজ করতে না। এমনকি এখনও ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি থিয়েটারও চালিয়ে যাচ্ছেন তিনি। এরকম একটা মানুষের প্রতি মেয়েরা তো ক্রাশ খাবেন, এটা বলাই বাহুল্য।
তবে জানেন কি, যার প্রতি এতটা অনুরক্ত হয়ে পড়ছেন, বাস্তব জীবনে তিনি বিবাহিত। সম্প্রতি নেটিজনদের একাংশ এমনটাই দাবি করেছেন। এমনকি বর বেশে, বিয়ের সাজে তার বেশকিছু ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন এইসব ছবি পোস্ট করে লিখেছেন, ‘Arpan Da with his wife debarati. এবার ক্রাশ খাওয়া বন্ধ কর’।
যদিও বিষয়টা নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা অর্পন ঘোষাল। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এমন কোন তথ্য বা ছবি দেওয়া নেই। এবং নিউজশর্টের তরফ থেকে খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তাই অর্পন ঘোষালের বিয়ের খবরটা ঠিক কতটা সত্যি তা একমাত্র ডোডোদা-ই বলতে পারবেন।