Susmita Dey

জন্মদিনের রাতেই বাগদান সারলেন সুস্মিতা! ভাইরাল ‘পঞ্চমী’র বিশেষ মুহুর্তের ভিডিও

বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভক্ত আর সুস্মিতা দে-কে (Susmita Dey) চেনেননা এমনটা তো হতেই পারেনা। এইমুহুর্তে স্টার জলসার পঞ্চমী ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন অভিনেত্রী। শুরু থেকেই টিআরপি তালিকাতেও ভালোই পারফর্ম করে এসেছে এই সিরিয়াল। আর এবার এই সুস্মিতাই দিয়েছেন বড় খবর।

গতকাল অর্থাৎ ২৮ জানুয়ারী ছিল সুস্মিতার জন্মদিন। এই বিশেষ দিনটা একটু বিশেষভাবেই পালন করলেন। পরনে হালকা গোলাপী রঙের লেহেঙ্গা, কানের পাশে গোঁজা ফুল। চারিদিকে আলোর রোশনাই। সকলের মাঝে হাঁটু গেড়ে বসে তার প্রেমিক। বিশেষ দিনে এমনই এক মুহূর্তে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী।

২৭ জানুয়ারি মধ্যরাতে সুস্মিতার জন্মদিন উদযাপন করেছিলেন তার মনের মানুষ অনির্বাণ রায়। আর সেইসব ছবি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ারও করেছেন সুস্মিতা। আর এইসব ছবি ভিডিও দেখে তো সবাই অবাক‌।

প্রসঙ্গত উল্লেখ্য, সুস্মিতা অনির্বাণের সম্পর্ক আজকের নয়। বহুদিন আগে থেকেই একে অপরকে মন দিয়ে রেখেছেন তারা। অনির্বাণকে হাঁটু গেড়ে সুস্মিতার সামনে বসে থাকতে দেখে অনেকেই ভাবছেন যে, তাহলে কি এক ঢিলে দুই কাজ সেরে ফেললেন অভিনেত্রী! জন্মদিনের পাশাপাশি বাগদানটাও কি তাহলে হয়ে গেল?

এই বিষয়ে জানার জন্য রাজ্যের স্বনামধন্য সংবাদ পত্রিকা আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল সুস্মিতার সাথে। প্রশ্ন শোনামাত্রই সুস্মিতা বলে ওঠেন, ‘না না। বাগদান, এনগেজমেন্ট কিছুই হয়নি। অনির্বাণের দাদার বিয়ে ছিল। সেই আসরেই আমার জন্মদিনের উদযাপনের পরিকল্পনা করেছিলেন তারা।’

 

Instagram-এ এই পোস্টটি দেখুন

 

Susmita Dey (@susmitadey.official) -এর দ্বারা একটি পোস্ট শেয়ার করা হয়েছে

 সুস্মিতা আরো বলেন, ‘ওখানেই কেক কাটা হয়েছে। তাই দেখে মনে হচ্ছে বিয়েবাড়ি। অনির্বাণ আমায় একটা আইফোন উপহার দিয়েছে। ব্যস, এইটুকুই সেলিব্রেশন।’ যাইহোক, মাঝে একবার তাদের ব্রেকাপের গুঞ্জনও উঠেছিল। যদিও তারা যে সুখেই আছেন এই ছবি ভিডিওই তার প্রমাণ‌।

Avatar

Moumita

X