Gatchora Serial

Moumita

‘রামপ্রসাদকে জায়গা দিতে বন্ধ হচ্ছে বাংলার এই টপ সিরিয়াল!’ প্রকাশ্যে এল নাম

বাংলা বিনোদন জগতে এখন নতুন নতুন ধারাবাহিকের (Bengali Serial) আনাগোনা। দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা একে অপরকে টক্কর দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই চক্করে টিআরপিতে একটু আঁচ এলেই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়ালের ঝাঁপি।

   

আজকাল তো টেলি দুনিয়ায় কান পাতলেই শোনা যায়, আজ এই ধারাবাহিক বন্ধ হচ্ছে তো কাল ওই। এই যেমন এখন শোনা যাচ্ছে, স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক শেষের পথে। যদিও কয়দিন আগেই খবর মিলেছিল এই ধারাবাহিকটি নাকি লম্বা লিপ নিয়ে নতুন ভাবে পর্দায় আসতে চলেছে।

তবে এবার খবর, সেই সব কিছুই হচ্ছেনা, মিডিয়ার রিপোর্ট, একেবারে বন্ধই করে দেওয়া হচ্ছে স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’কে (Gatchora)। প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল গাঁটছড়ার পথচলা। শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল খড়ি ঋদ্ধির জুটি। সবার মুখে মুখে ছিল এই জুটির নাম। টিআরপি (TRP) তালিকাতেও বেঙ্গল টপার থেকেছে এই মেগা (Bengali Serial)।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,গাঁটছড়া,স্টার জলসা,এয়ার অফ,রামপ্রসাদ,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Gatchora,Star Jalsha,Air Off,Ramprasad
gatchora serial

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,গাঁটছড়া,স্টার জলসা,এয়ার অফ,রামপ্রসাদ,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Gatchora,Star Jalsha,Air Off,Ramprasad

তবে বর্তমানে বেশ খানিকটা দমে গেছে খড়ি ঋদ্ধির রোমান্স। আসলে বিগত বেশকিছুদিন ধরে কমেছে TRP নম্বর। যদিও নির্মাতারা টিআরপি বাড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন। মাঝে ধারাবাহিকটি লিপ অবধি নেয়। আসে রহস্যময়ী নারী ইশা। কিন্তু তাতেও ফেরেনি কাঙ্খিত টিআরপি।

আর তাই নাকি নির্মাতারা আর ধারাবাহিকটি টেনে হিঁচড়ে এগিয়ে নিয়ে যেতে চাইছেনা। খুব শীঘ্রই নাকি বন্ধ করে দেওয়া হবে সিরিয়লটি। যদিও শেষ সম্প্রচারের দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে এর মধ্যেই এসেছে অনেক নতুন নতুন ধারাবাহিকের প্রোমো। যার মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল ‘রামপ্রসাদ’ (Ramprasad)।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,গাঁটছড়া,স্টার জলসা,এয়ার অফ,রামপ্রসাদ,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Gatchora,Star Jalsha,Air Off,Ramprasad

স্টুডিওপাড়ার গুঞ্জন, গাঁটছড়া শেষ করে দিয়ে এই স্লটেই নাকি দেখানো হবে রামপ্রসাদকে। এই প্রসঙ্গে এক ভক্ত লিখেছেন, ‘গাঁটছড়া দেখা শুরু করেছিলাম সোলা দির জন্য। এরপর অল্প কয়েক দিনে খরিদ্ধি ফ্যান হয়ে গেলাম। এমন একটা দিন নাই যে গাট দেখি না। গাঁট যদি শেষ হয় তাহলে খড়িদ্ধির এক সাথে ফিরার অপেক্ষায় থাকব আমি।’