নিউজ শর্ট ডেস্ক: সময়ের সাথে সাথে বদলে গিয়েছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) ট্রেন্ড। তাই এখন আর আগের মতো লম্বা সময় ধরে কোন ধারাবাহিকের সম্প্রচার হয় না। একটা নির্দিষ্ট সময়েই গল্প শেষ হওয়ার সাথে সাথে ইতি টানা হয় ধারাবাহিকের সম্প্রচারে। এটাই এখন অধিকাংশ বাংলা সিরিয়ালের প্রচলিত ট্রেন্ড। ইতিমধ্যেই এই ট্রেন্ডে গা ভাসিয়ে একের পর এক শেষ হয়েছে জনপ্রিয় সব বাংলা ধারাবাহিক।
পরবর্তীতে তেমনি তার জায়গায় এসেছে এক ঝাঁক নতুন সিরিয়াল। স্টার জলসা (Star Jalsha) হোক কিংবা জি বাংলা প্রতিটি চ্যানেলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই একই ছবি। তাছাড়া টিআরপি তালিকায় নম্বর কমলেই চ্যানেল কর্তৃপক্ষের কোপ গিয়ে পড়ছে সেই সিরিয়ালের ওপর।
তাছাড়া ইদানিং অধিকাংশ ধারাবাহিকে দেখা যায় শুরুটা যে গল্প নিয়ে হয় সময়ের সাথে সাথে সিরিয়ালের সাথে তার কোন মিলই থাকে না। যার ফলে ধীরে ধীরে সেই ধারাবাহিকের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন দর্শকরা। যার স্পষ্ট ছাপ দেখা যায় টিআরপি তালিকায়।
আর এই কারণেই এমন অনেক বাংলা সিরিয়াল আছে যারা একটা সময় টিআরপি তালিকায় প্রথম সারিতে থাকলেও এখন একেবারে তলানিতে ঠেকেছে তাদের স্কোর। প্রায় এক বছরের সফর শেষে এবার শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার এমনই একটি জনপ্রিয় ধারাবাহিক।
আরও পড়ুন: আর নয় পার্শ্বচরিত্র! অবশেষে নায়িকা হওয়ার সুযোগ পেলেন ‘উমা’ অভিনেত্রী শ্রীতমা
এক বছর আগে ২০২৩ সালের ১৭ই এপ্রিল স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল জনপ্রিয় ভক্তিমূলক ধারাবাহিক ‘রামপ্রসাদ’-র (Ramprasad) সম্প্রচার। এবার এই ধারাবাহিকের সফর শেষের পালা।
ইতিমধ্যেই শেষ হয়েছে রামপ্রসাদের অন্তিম পর্বের শুটিং। এই রবিবার ২১ এপ্রিল এই ধারাবাহিকের অন্তিম পর্বের সম্প্রচার হবে। এরপর টেলিভিশনের পর্দায় আর দেখা যাবে না এই ধারাবাহিক। তবে আগামী দিনে রামপ্রাদের জায়গায় আসছে স্টার জলসার আরও এক নতুন ভক্তিমূলক সিরিয়াল ‘ভক্তির সাগর’।