State Bank of India foundation Asha Scholarship 2024 Know how to apply

মেধাবী পড়ুয়াদের ৭০,০০০ টাকার স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাংক, রইল আবেদন পদ্ধতি সহ খুঁটিনাটি

নিউজশর্ট ডেস্কঃ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য ও কেন্দ্র সরাকর থেকে শুরু করে একাধিক প্রাইভেট সংস্থা বা NGO এর তরফ থেকে স্কলারশিপ প্রদান করা হয়। এমনই একটি জনপ্রিয় বৃত্তি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্কলারশিপ (State Bank of India Scholarsip)। রাষ্ট্রায়াত্ত এই ব্যাঙ্কের তরফ থেকে প্রতি বছরেই মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়। কিভাবে আবেদন করতে হবে? কি কি যোগ্যতা লাগবে? সবটা জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্কলারশিপ (State Bank of India Scholarship)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অংশ হল এসবিআই ফাউন্ডেশন (SBI Foundation)। এই সংস্থার তরফ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। ১০,০০০ টাকা থেকে শুরু করে ৭০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে আবেদন করলে। তবে কোর্সের ভিত্তিতে টাকার অঙ্কটা বদলে যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক

কত টাকা পাওয়া যাবে? 

SBI Foundation এর এই স্কলারশিপে আবেদন করলে পড়ুয়াদের ক্লাস অনুযায়ী টাকা দেওয়া হয়। স্কুলে পড়া ছাত্রছাত্রীদের জন্য ১৫,০০০ টাকা দেওয়া হয়। তবে যদি কলেজে পড়ে সেক্ষেত্রে ৫০,০০০ পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। আর যদি স্নাতকোত্তরের পড়াশোনা চলে তাহলে ৭০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।

স্টেট ব্যাঙ্ক আসা স্কলারশিপে আবেদনের যোগ্যতাঃ 

যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তাদের কিছু যোগ্যতা রয়েছে। সেগুলি হল নিম্নরুপঃ

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • শেষ পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীকে ৭৫ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে।
  • এই স্কলারশিপের ক্ষেত্রে SC, ST ও OBC প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে আরও একটু জিনিস হল ৫০ শতাংশ মেয়েদের জন্য সংরক্ষিত থাকবে।
  • ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে পারিবারিক আয় ৩ লক্ষ টাকার নিচে হতে হবে।
  • কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পারিবারিক আয় ৬ লক্ষের নিচে হতে হবে। একইসাথে NIRF এর টপ ১০০ এর পড়ুয়ারাই আবেদনের জন্য যোগ্য।
  • স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রেও পারিবারিক আয় বার্ষিক আয় ৬ লক্ষ টাকার নিচে হতে হবে। তবে এক্ষেত্রেও যে বিশ্ববিদ্যালয় ভর্তি হবে সেটা NIRF এর টপ ১০০ হতে হবে।

আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে? 

  • পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে
  • শেষ পরীক্ষার রেজাল্ট
  • নতুন কোর্স বা ক্লাসের ভর্তির প্রমাণ
  • পারিবারিক আয়ের শংসাপত্র
  • জাতিগত শংসাপত্র
  • কালার পাসপোর্ট সাইজ ফটো

কিভাবে SBI Asha Scholarship এ আবেদন করবেন? 

  • এই স্কলারশিপে আবেদনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে Buddy4Study ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে গিয়ে মোবাইল নাম্বার আর ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • রেজিস্ট্রেশন হলে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর SBIF Asha Scholarship এ ক্লিক করলেই আবেদনের ফর্ম ওপেন হয়ে যাবে।
  • এবার সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে নেওয়ার পর যে ডকুমেন্টস আপলোড করার জন্য বলা হবে সেগুলো আপলোড করতে হবে।
  • এরপর সবটা শুরু থেকে একবার চেক করে নিয়ে টার্মস ও কন্ডিশন বক্সে টিক দিয়ে সাবমিট করলেই আবেদন পক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুনঃ মেয়েদের উচ্চশিক্ষা নিয়ে চিন্তা শেষ! ১,৫০,০০০ টাকার স্কলারশিপ দিচ্ছে Kotak, দেখুন আবেদন পদ্ধতি

SBIF Asha Scholarship এ আবেদনের শেষ তারিখঃ ৭ই অক্টোবর

অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক : SBIF Scholarship Apply Link

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X