‘ইন্দুবালা’র (Indubala) সাফল্য চুটিয়ে এঞ্জয় করছেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। প্রসঙ্গত, কল্লোল লাহিড়ীর এই উপন্যাসে ‘ইন্দুবালা’র জীবনের দুই পর্ব তুলে ধরেছেন অভিনেত্রী। বৃদ্ধা ইন্দুবালার চরিত্রেও দারুণ সাবলীল অভিনয় তার। ছবিতে তাকে দেখে কে বলবে যে, তিনি সত্তোরার্ধ বৃদ্ধা নন বরং একজন টলিউড ডিভা।
কিন্তু এত সাফল্যের মাঝেও কটাক্ষ পিছু ছাড়লোনা এই টলি সুন্দরীর। দিন কয়েক আগে পোস্ট করা এক রিল ভিডিওর জন্য তুমুল কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। নায়িকার ভুল ইংরেজি লেখা নিয়ে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। ঠিক কী লিখেছিলেন শুভশ্রী?
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি মজার ভিডিও পোস্ট করেছেন নায়িকা। পর্দার ইন্দুবালা দেখিয়েছেন, প্রিয় বন্ধু ফোন না তুললে কীভাবে তাকে জব্দ করা উচিত। এর জন্য তার বান্ধবী রিমাকে ফোন-ও করেছেন তিনি। প্রথমবার ফোন না ধরায়, বেজায় চটেছেন নায়িকা। এরপর তাকে বারবার ফোন করলেও, কেটে দেন শুভশ্রী।
অভিনেত্রীর এই মজার ভিডিও দেখে মজা পেয়েছেন অনেকেই। তবে এরমধ্যেও এক খুঁত খুঁজে বার করেছে নেটিজনদের চোখ। আসলে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘When she call me back….’। আর এই ছোট্ট ভুলেই হয়েছে কেস জন্ডিস। একজন লেখেন, ‘কেউ একে দয়া করে ইংরাজি গ্রামার শেখা, ‘When she call me back….’ ভুল ইংরাজি, ওটা ‘When she calls me back….’ হবে’।
যদিও এটাই প্রথম নয়, এর আগেও ইংরাজি উচ্চারণ নিয়ে ট্রোলড হয়েছেন শুভশ্রী। এই বছরেই হকি বিশ্বকাপ নিয়ে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন শুভশ্রী। ‘হকি ওয়ার্ল্ড কাপ’-এর বদলে ‘হকি ওয়ার্ল্ডস কাপ’ উচ্চারণ করে বেজায় কটাক্ষের শিকার হন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই শুরু নতুন জল্পনা।
অনেকে তো আবার তার লুক নিয়েও সমালোচনা করছেন। এক জনৈক লেখেন, ‘প্লাস্টিক সার্জারি করে সুন্দর মুখটা নষ্ট করে ফেলেছেন। মনে হচ্ছে প্লাস্টিক গলে পড়ছে মুখ থেকে.. ভয়ঙ্কর’। যদিও এইসব ইশু নিয়ে মাথা ঘামাতে রাজি নন নায়িকা। তার কথায়, ‘আগে এইসব নিয়ে ভাবতাম, এখন পাত্তা দিই না। ট্রোলাররা আমার কাছে অদৃশ্য’।