Entertainment,Tollywood,Subhashre Ganguly,Raj Chakroborty,Indubala Vater Hotel,বিনোদন,টলিউড,শুভশ্রী গঙ্গোপাধ্যায়,ইন্দুবালার ভাতের হোটেল

Additiya

লাস্যময়ী অভিনেত্রী থেকে ৭৫ বছরের বৃদ্ধা! শুভশ্রীর ‘ইন্দুবালার ভাতের হোটেল’র টিজার দেখে প্রশংসার ঝড় নেটপাড়ায়

টলিউড (Tollywood) জগতের এক অন্যতম অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। একের পর এক ছবিতে অভিনয় করে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। কখনও ধরা দিয়েছেন প্রেমিকা রূপে তো কখনও আবার স্ত্রী-এর চরিত্রে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই বয়স বাড়ল অভিনেত্রীর। অভিনেত্রীর এহেন রূপ দেখে চিন্তিত ভক্তরা।

   

এতদিন পর্যন্ত স্বামী রাজের হাত ধরে একের পর এক ছবিতে অভিনেত্রীর চরিত্রে ধরা দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে সম্প্রতি অভিনেত্রীকে দেখা গিয়েছিল অন্যরূপে। স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন এই অভিনেত্রী। পরিচালক রাজ চক্রবর্তী নিয়ে আসছে ‘আবার প্রলয়’। ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে এই ছবি। ছাত্রনেতা বরুন বিশ্বাসের জীবন সংগ্রাম এবং তাঁর অকাল মৃত্যুর ঘটনা উঠে এসেছিল প্রলয় ছবিতে। এবার আসছে ‘আবার প্রলয়’। সেই ছবিতেই প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী।

‘ধর্মযুদ্ধ’,’বিসমিল্লাহ’- র মত ছবিতে অভিনয় করতে দেখা গেছে শুভশ্রীকে। তবে এবার তিনি ধরা দেবেন একেবারে অন্যরূপে। আসছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। চেনা ছকের বাইরে একেবারে অন্য রূপে ধরা দিচ্ছেন অভিনেত্রী।

প্রকাশ্যে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ছবির টিজার। মাত্র ১ মিনিট ৫৩ সেকেন্ডের টিজার দেখেই মুগ্ধ ভক্তরা। এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে এক বৃদ্ধার চরিত্রে। বয়স ৭৫ ছুঁইছুঁই। টিজারে দেখা যাচ্ছে, স্যাঁতস্যাতে একটি ঘর। হোটেলের নাম ‘ইন্দুবালার ভাতের হোটেল’। এই হোটেলেই খাবার খেতে আসছেন বহু মানুষ। দুই সন্তানের বিধবা মা ইন্দুবালা। পূর্ববঙ্গের আদি বাড়ি ছেড়ে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে উঠেছেন তিনি। সন্তানদের লালন পালনের জন্য খুলেছেন ভাতের হোটেল। তাঁর জীবন সংগ্রামের গল্পই ফুটে উঠবে এই ওয়েব সিরিজে।

Entertainment,Tollywood,Subhashre Ganguly,Raj Chakroborty,Indubala Vater Hotel,বিনোদন,টলিউড,শুভশ্রী গঙ্গোপাধ্যায়,ইন্দুবালার ভাতের হোটেল
 ছবির টিজার প্রকাশ্যে আসতেই শুরু করেছে কমেন্টের বন্যা। ভক্তরা লিখেছেন,’এমন সাহসী চরিত্রে অভিনয় করে আমাদের মুগ্ধ করলেন অভিনেত্রী’। অনেকেই আবার লিখেছেন, ‘ছবি মুক্তির অপেক্ষায় আছি’।