Papiya Paul

নারীদের কিভাবে সম্মান করতে হয় রাজের থেকেই শিখবে ইউভান, নারী দিবসে বিশেষ বার্তা দিলেন শুভশ্রী

আজ নারী দিবস। ৮ ই মার্চ এই বিশেষ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। ভারতেও এই দিনটি নিয়ে মানুষের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা, সম্মান জানানো এই সমস্ত কিছুর জন্যেই এই দিনটিকে পালন করা হয়। নারী দিবস নিয়ে বিনোদন জগতের তারকাদের মধ্যেও বেশ উত্তেজনা থাকে। ঠিক যেমন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। নারী দিবস প্রসঙ্গে এবার মুখ খুলেছেন তিনি।

   

অভিনেত্রী বলেছেন যে বিয়ের পর শ্বশুর বাড়িতে আসার পরে শাশুড়ি তাকে বলেছিলেন, রাজ যখন কোনোদিন রান্নাঘরে ঢোকে না, তুমিও কোনদিন ঢুকবে না। এর মাধ্যমে তিনি সমতা বজায় রাখতে চেয়েছিলেন। আবার নিজের পরিবার সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন, আমার স্বামী রাজ মেয়েদের অসম্ভব সম্মান করেন। আর আমি এটা জানি ওর থেকেই ইউভান মেয়েদের সম্মান করার জায়গাটা বুঝবে। আমি নিজেও অনেক প্রগতিশীল পরিবারে বড় হয়েছি। আবার মা কোনদিনই বলেননি আমাকে বিয়ে করতে হবে, তিনি সবসময় বলতেন নিজের পায়ে দাঁড়াতে হবে। ভালো করে কাজ করতে হবে।

এমনকি আমার শাশুড়ি মা ও একই প্রকৃতির। আমি তো ওনার জন্য এখন রান্না করায ভুলে গিয়েছি। আর তিনি সবসময় আমাকে রাজ এর ওপরে রাখেন। রাজ কোন ছবি পরিচালনা শুরু করলে উনি আমাকে বলেন তুমি কবে কাজ শুরু করছো। আমার কাজকে তিনি যে কি ভালোবাসেন তা বলে বোঝাতে পারবো না। অভিনেত্রী তার শ্বাশুড়ীর বেশ প্রশংসাও করেছেন।

তিনি তার শাশুড়ির সম্পর্কে বলেছেন, আমি অনলাইনে জিম করলেও উনি আমার পাশে বসে থাকেন। তারপর রাজ ফিরলে ওকে বলেন আজ ও যা যা করেছে ভাবতে পারবি না। শুধু এটাই নয়, ইউভানকেও বলেন তুই কিন্তু বড় হয়ে মায়ের মত হবি। এটাই তো আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আর নারী দিবসের আগে সকলকে এই বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী।