বাংলার চলচ্চিত্র(Indian Cinema) জগতের একজন মহীরুহ হলেন সুচিত্রা সেন(Suchitra Sen)। তিনি চলে গিয়েছেন বহুকাল হলো, কিন্তু তার রূপের লাবন্য আজও সমান ভাবে মুগ্ধ করে যাচ্ছে সকলকে। বাংলা সিনেমাকে শৈশব থেকে যৌবনে নিয়ে গিয়েছিলেন সুচিত্রা সেন আর উত্তমকুমার(Uttam Kumar)। বঙ্গ সিনে ইন্ডাস্ট্রির চিরসবুজ জুটি তারা। দুজনে একসাথে মিলে বাঙালিকে উপহার দিয়েছেন একের পর এক দুর্দান্ত ছবি।
ফোন ধরার পর নির্মম সেই সংবাদ শুনে তাকে ডাকলে তিনি ব্যথা জড়িত কন্ঠে শুধু বলতে পেরেছিলেন ‘দেখছি’। এরপর মাত্র ৩০ মিনিটেই ফুলের তোড়া নিয়ে মহানায়কের বাড়িতে হাজির হয়েছিলেন মহানায়িকা সুচিত্রা। মহানায়িকা এসে কিছুক্ষণ ঠায় পাথরের মত দাঁড়িয়ে ছিলেন । শেষে শুধু বলেছিলে। ‘আমি হেরে গেলাম উত্তম।’ ব্যাস সেই শেষ কথা আর কোনো কথা বলেননি সুচিত্রা।
তবে এবার গণমাধ্যমে উত্তম সুচিত্রার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাই দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। আসলে চিরসবুজ এই জুটিকে সিনেমাতে দেখলেই বাঙ্গালির অন্তরের প্রেম পুনরুজ্জীবিত হয়ে ওঠে। প্রসঙ্গত উত্তম-সুচিত্রা জুটির প্রথম হিটছবি সাড়ে চুয়াত্তর। এরপর একেরপর এক রোম্যান্টিক ছবিতে দেখা যায় দুজনকে।
আসতে থাক পথে হলো দেরী, মরণের পর, শাপমোচন, শিল্পী, সাগরিকা, হারানো সুর, সবার উপরে, সূর্যতোরণ, চাওয়া-পাওয়া, সপ্তপদী, জীবনতৃষ্ণা, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, ইন্দ্রাণী, চন্দ্রনাথ, আলো আমার আলোর মতো অন্তত ৩০টির বেশি রোম্যান্টিক ছবি।