Arijit

পোলিয়ো আক্রান্ত সুধীরের হাত ধরে প্যারা কমনওয়েলথে সোনা জিতল ভারত

আরও একটি পদক এল ভারতে। এবার ভারতে সোনা এল সুধীরের হাত ধরে। বৃহস্পতিবার ভোরে হেভিওয়েট প্যারা পাওয়ারলিফ্টার কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের সুধীর।

সুধীর প্রথম চেষ্টায় ২০৮ কিলো তোলেন। দ্বিতীয় চেষ্টায় তিনি তোলেন ২১২ কিলো। রেকর্ড গড়ে ভারতকে ষষ্ঠ সোনা এনে দিলেন সুধীর। তিনি মোট ১৩৪.৫ পয়েন্ট পেয়েছেন। যেটা গেমস রেকর্ড।

২৭ বছরের সুধীর পোলিয়ো আক্রান্ত। ২০১৩ সালে সোনিপাতে পাওয়ারলিফ্টিং শুরু করেছিলেন তিনি। এই বছর এশিয়ান প্যারা গেমসেও খেলার কথা ছিল সুধীরের। কিন্তু সেই প্রতিযোগিতা করোনার জন্য পিছিয়ে দেওয়া হয়। তিনি এশিয়া প্যারা গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন। এ বারের কমনওয়েলথে ভারতকে প্যারা স্পোর্টসে তিনিই প্রথম পদক এনে দিলেন।