সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়,তেলেগু ইন্ডাস্ট্রি,বাংলা ইন্ডাস্ট্রি,ধারাবাহিক,নাগিন,বিনোদন,বলিউড,টলিউড,গসিপ,Sudipta Banarjee,Telegu Industry,Bengali Industry,Serial,Tollywood,gossip,entertainment

টলিউড ছেড়ে পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে, মাস ঘুরতে না ঘুরতেই কলকাতায় ফিরতে বাধ্য হলেন অভিনেত্রী সুদীপ্তা!

বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ছোটো পর্দার দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। বেশ কিছু বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে সম্প্রতি বাংলা ইন্ডাস্ট্রি থেকে সরে পাড়ি দিয়েছিলেন মায়া নগরীর উদ্দেশ্যে। চলতি বছরের জানুয়ারিতে হিন্দি ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে মাস দুই কাটতে না কাটতেই ফের চেনা গলিতেই ফিরছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।

জনপ্রিয় ধারাবাহিক ‘উমা’, ‘গ্রামের রানি বীণাপাণি’তে অভিনয় করছিলেন অভিনেত্রী। ‘উমা’তে মাত্র কিছুদিন অভিনয় করার পরই ডাক আসে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে। জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন-৬’ এর জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তাই জানিয়েছিলেন আপাতত বাংলা ধারাবাহিক করছেন না তিনি। তবে মাস পেরোতে না পেরোতেই তাকে আবার দেখা গেলো টলি পাড়াতেই। তেলেগু প্রোজেক্ট ছেড়ে মহানগরীতে কী করছেন তিনি? নানান রকম গুঞ্জন শুরু হয় যায় টলি পাড়ায়। সম্প্রতি এই প্রসঙ্গেই মুখ খুলেছেন স্বয়ং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।

মিডিয়া সূত্রে খবর, তেলেগু সিরিয়াল নাগিনের শুটিং করছিলেন তিনি এবং মাঝপথে শো ছেড়ে চলে আসেন। অভিনেত্রীর কথায়, ‘তেলেগু সিরিয়ালটির শুটিং চলছিল দাদাসাহেব ফালকে চিত্রনগরীতে। কিন্তু থাকার অসুবিধা হচ্ছিল এবং শুটিং শিডিউলের কারণে তাকে ফিরে আসতে হয়েছে।” সুদীপ্তা এও জানায় শুটিং’এর কারণে আলাদা করে হোটেল ভাড়া করতে হচ্ছিলো তাকে। আর মাস খানেক হোটেলে থাকার পর তার শারিরীক অবস্থার অবনতি ঘটে। আর তাই একপ্রকার বাধ্য হয়েই ফিরে এসেছেন নিজের অতি পরিচিত কলকাতায়।

সুদীপ্তার এই কাণ্ড দেখে অনেকেই মনে করেছিলেন, হয়তো সংস্থার সঙ্গে কোনও মনোমালিন্য হয়েছে। সেই জন্য়ই ‘উমা’ ছেড়ে বেড়িয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তবে সুদীপ্তা আরও জানিয়েছেন, এই প্রোজেক্ট থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন নি তিনি। থাকার ব্যবস্থা এবং শিডিউলের একটা যথাযথ ব্যবস্থা হয়ে গেলেই আবার পাড়ি জমাবেন মুম্বইয়ের উদ্দেশ্যে। 

Avatar

Moumita

X