বিয়ের পর থেকেই মিডিয়া লাইমলাইটে রয়েছেন টেলি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। গত ১ মে তৃণমূলের হেভিওয়েট যুবনেতা সৌম্য বক্সীর (Soumy Bakshi) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। তারপর থেকেই নিজের নামের সাথে জুড়ে নিয়েছেন স্বামীর নাম। এইমুহুর্তে তিনি কেবল একজন অভিনেত্রী নন। তারসাথে একসময়ের ডাকসাঁইটে বিধায়ক স্মিতা বক্সীর পুত্রবধূ তিনি।
এদিকে সৌম্য তো সুদীপ্তার প্রেমে হাবুডুবু খেয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেই ফেলেছিলেন, ‘তুমি আমার হৃদয় চুরি করেছো, আমি তোমাকে আমার পদবি দিয়েছি…’। এদিকে সুদীপ্তাকে তার শ্বশুরবাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, শাশুড়ি-ননদের কাছ থেকে খুব ভালোবাসা আর খাতির-যত্ন পাচ্ছেন। যেহেতু আলাপ পরিচয় বিয়ের আগে থেকেই তাই মানিয়ে নিতেও অসুবিধা হয়নি।
অর্থাৎ সবে মিলিয়ে সুদীপ্তার বৈবাহিক জীবন এখন দারুণ সুখের। এই তো গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সৌম্যর সঙ্গে একটি রোম্যান্টিক রিল ভিডিয়ো শেয়ার করলেন সুদীপ্তা। এই ভিডিও থেকে স্পষ্ট যে, নবদম্পতি এখন একে অপরকে চোখে হারাচ্ছে। বিশেষ করে কর্তা তো বউকে ছাড়া এক মুহুর্তও থাকতে রাজি নয়। পরনের পোশাকেও রয়েছে রং মিলান্তি।
এই দিনের এই রিল ভিডিওতে দেখা যাচ্ছে, সৌম্য পরে রয়েছেন সাদা শার্ট এবং সুদীপ্তার পরণে রয়েছে সাদা সিল্কের শাড়ি। ভিডিওতে কখনো বরের বুকে মাথা রেখে আদর খাচ্ছেন তো কখনো আবার হাত বুলিয়ে আদর, নাকে নাক ঘষছেন তো কপালে চুমু। সবে মিলিয়ে এই সেলিব্রেটি কাপল এখন একে অপরের প্রেমে মত্ত।
https://www.instagram.com/reel/CsED210ARK-/?utm_source=ig_web_copy_link
প্রসঙ্গত উল্লেখ্য, সুদীপ্তাকে এখন দেখা যাচ্ছে, ‘সোহাগ জল’ ধারাবাহিকে বেণী বৌদি হিসেবে। এইমুহুর্তে ধারাবাহিকের কাজ নিয়ে বেজায় ব্যস্ত তিনি। খলনায়িকা হিসেবে এই মেগার অন্যতম আকর্ষণ বললেও ভুল হয় না। সিরিয়ালের অনেকটা স্ক্রিন জুড়েই বেনী বৌদির দেখা মেলে। তাই ছুটি ছাটাও খুব একটা পাওয়া যায়না। এদিকে সৌম্যও পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত। আর সেই কারণেই নাকি হানিমুনের প্ল্যানটা খানিকটা পিছিয়ে দিয়েছেন তারা।