Arijit

বাহরিন ম্যাচের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন গোলমেশিন সুনীল ছেত্রী

ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রী। বাইচুং ভুটিয়ার পর সুনীল ছেত্রীই ভারতীয় ফুটবলের সেরা তারকা। বর্তমানে ভারতীয় দলের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুনীল ছেত্রী। তবে বাহারিন ম্যাচের আগে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন সুনীল। যা নিঃসন্দেহে ভারতে ফুটবল এবং ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য বড় ক্ষতি।

   

10 ই মার্চ থেকে পুনেতে শুরু ভারতীয় ফুটবল দলের শিবির। 21 শে মার্চ বাহরিন উড়ে যাবে ভারতীয় দল। 23 শে মার্চ বাহরিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মাঠে নামবে স্তিমাচের দল। এছাড়াও 26 শে মার্চ বেলারুশের বিরুদ্ধেও খেলা ছিল ভারতের। কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতে রাশিয়াকে সরাসরি সমর্থন করার জন্য রাশিয়ার সঙ্গে বেলারুশকেও নির্বাসিত করেছে ফিফা। ফলে এখন বেলারুশের সঙ্গে ভারতের এই ম্যাচ হচ্ছে না।

বাহরিন ম্যাচের জন্য 38 জনের প্রাথমিক দল বেছে নেবেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্তিমাচ। দল বেছে নেওয়ার আগেই না খেলতে পারার কথা জানিয়ে দিয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী।