Arijit

আইপিএলেই পারছে না, বিশ্বকাপে কী ভাবে খেলবে? ঈশানকে ধুয়ে দিলেন গাওস্কর

এবার আইপিএল নিলামে সবথেকে বেশি দাম উঠেছিল ঈশান কিষানের। এ বারের আইপিএলের নিলামে 15 কোটি 25 লক্ষ টাকায় তাঁকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এত টাকা দিয়ে ঈশান কিষানকে দলে নেওয়ার পর স্বাভাবিক ভাবেই তার উপর প্রত্যাশার চাপও ছিল অনেক বেশি। কিন্তু সেই চাপ সামলাতে ব্যর্থ হয়েছেন ঈশান কিষান। পূরণ করতে পারছেন না মুম্বাই ইন্ডিয়ান্স এর চাহিদাও।

   

একদিকে যেমন খারাপ খেলছে মুম্বাই ইন্ডিয়ান্স তেমনই খারাপ পারফরম্যান্স করে চলেছে ঈশান কিষানও। আইপিএলে এখনো পর্যন্ত একটা ম্যাচেও সেভাবে পারফরম্যান্স করতে পারেনি ঈশান কিষান। বারবার ব্যর্থ হচ্ছেন শট বল খেলতে গিয়ে। তাই পরিকল্পনা করে ঈশান কিষানকে বারবার শর্ট বলের ফাঁদে ফেলছে প্রতিপক্ষ।

এবার ইসান কিষণ এর বিশ্বকাপে খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘‘ভুললে চলবে না অতীতেও শর্ট বলের সামনে সমস্যায় পড়েছে ঈশান। এটা ভাল ছবি নয়। অস্ট্রেলিয়াতে পিচের বাউন্স আরও বেশি। এখানেই খেলতে পারছে না। তা হলে অস্ট্রেলিয়াতে কী ভাবে খেলবে? ওখানেও বোলাররা ওকে শর্ট বল করে যাবে। সব বল কোমরের উপরে আসবে। কী করে সেই বল খেলবে ঈশান?’’