Arijit

জোহানেসবার্গে রাহুলের এই ঐতিহাসিক ভুলের জন্যই হেরেছে ভারত, ক্ষোভ উগরে দিলেন গাভাস্কার

জোহানেসবার্গে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে হতে চলা দ্বিতীয় টেস্টের কয়েক ঘন্টা আগে হঠাৎই পিঠে গুরুতর চোট পান ভারত অধিনায়ক বিরাট কোহলি। চোটের কারণে দ্বিতীয় টেস্টে থেকে ছিটকে যান কোহলি। কোহলির পরিবর্তে এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের দুরন্ত লড়াইয়ে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটে পরাজিত হয় ভারত।

   

বিরাট কোহলি না খেলায় তার অনুপস্থিতি ভালোভাবেই টের পায় ভারতীয় দল। বিরাট কোহলির অনুপস্থিতিতে প্রথমবার ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে একাধিক ছোটখাটো ভুল করে বসেন কে এল রাহুল। যার কারণে বিপদে পড়তে হয় ভারতীয় দলকে।

সম্প্রতি একটি চ্যানেলে সাক্ষাৎকারে দ্বিতীয় টেষ্টে অধিনায়ক কে এল রাহুলের ভুল ধরিয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। গাভাস্কার বলেছেন, “কোহলী নেই, এই অবস্থায় প্রথম বার কোনও টেস্টে হারল ভারত। কোহলী না থাকাকালীন বেশিরভাগ ম্যাচেই জিতেছে তারা। সিডনিতে ড্র করেছিল। তবে রাহুলের ক্ষেত্রে বলতে পারি, ইনিংসের শুরুর দিকে এলগারকে অত খুচরো রান নিতে দেওয়া উচিত হয়নি।”
এছাড়াও গাভাস্কার বলেন, “ও বল হুক করে খেলার ক্রিকেটার নয়। তাই ওর জন্য ডিপে দু’জন ফিল্ডার রাখার কোনও অর্থ ছিল না। বরং ও অনেক সহজে খুচরো রান নিচ্ছিল। ফিল্ডিং পজিশনও আরও বেশি আক্রমণাত্মক হওয়া উচিত ছিল। কিছু কিছু ফিল্ডিং অত্যন্ত সাধারণ মানের হয়েছে।”