Arijit

ভারতের লজ্জার হারের পর রাহুলের অধিনায়কত্বের তীব্র সমালোচনা করলেন গাভাস্কার

টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরমেটে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। বিরাট কোহলির পরিবর্তে সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের অধিনায়ক দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মার হাতে। তবে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে রোহিত ছিটকে যাওয়ায় এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। তবে রাহলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় চূড়ান্ত লজ্জার সম্মুখীন হতে হয় ভারতীয় দলকে।

   

ওয়ানডে সিরিজে 3-0 ফলাফলে হেরে ওয়াইটওয়াশ হয়েছে ভারত। এই সিরিজে হারের পরই রাহুলের অধিনায়কত্ব নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এবার রাহুলের অধিনায়কত্ব প্রসঙ্গে মুখ খুললেন প্রাপ্তন ভারত অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘যখন প্রতিপক্ষের একটি বড় পার্টনারশিপ তৈরি হচ্ছে, সেটা ভাঙতে গেলে কী করতে হবে, সেই ভাবনার জায়গাটাই নেই রাহুলের। আমি মনে করি, এটি ব্যাট করার জন্য খুব ভাল পিচ ছিল। বল বেশ সুন্দর ভাবে ব্যাটে আসছিল। কিন্তু কী ভাবে ব্যাটসম্যানদের আটকাতে হয়, সেই সম্পর্কে রাহুলের কোনও জ্ঞানই নেই। রাহুলের ভুল স্ট্র্যাটেজির জন্য প্রতিপক্ষ দল বড় স্কোর করতে সমর্থ হয়েছে।’