Arijit

‘পাঞ্জাবের বিরুদ্ধে চেন্নাইয়ের হারের জন্য দায়ী ধোনি’, বিস্ফোরক সুনীল গাভাস্কার

এবার আইপিএলের শুরুটা একেবারেই ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর কাছে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল চেন্নাই। তারপর পরপর দুই ম্যাচে হারের সম্মুখীন হতে হয় চেন্নাইকে। শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে 54 রানের বিরাট ব্যবধানে হারতে হয়েছিল চেন্নাইকে।

   

টানা তিন ম্যাচে হারের পরে প্রবল চাপে গত বারের চ্যাম্পিয়নরা। এর মধ্যেই পঞ্জাবের বিরুদ্ধে হারের জন্য মহেন্দ্র সিংহ ধোনিকে কিছুটা হলেও দায়ী করলেন সুনীল গাওস্কর।

গাভাস্কার বলেন, ” যখন পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই সময় ধোনির উচিত ছিল স্কোর বোর্ড সচল রাখা। তাহলে অপর প্রান্তে থাকা শিবম দুবের উপর চাপ পড়তো না। কিন্তু এদিন পাঞ্জাব ম্যাচে ধোনির ব্যাট চলল না। ধোনি সাধারণত প্রথমে এক রান দুরান নিয়ে স্কোরবোর্ড সচল রাখে, পরে হাত জমে গেলে বড় বড় শট খেলে। কিন্তু এই দিন ধোনির ব্যাট একেবারেই চলল না, যার কারণে হারতে হল চেন্নাই সুপার কিংসকে।”