Arijit

‘কেন অন্যায় হল কোহলির সঙ্গে, জবাব দিন সৌরভ’, দাবি ক্ষুব্ধ গাভাস্কারের

বিরাটকে ওয়ানডে ফরমেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর ভারতীয় ক্রিকেট উত্তাল হয়ে উঠেছিল। সেই সময় পরিস্থিতি সামাল দিতে সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, ” বিরাট যখন টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন তখন আমি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সমস্ত কর্তারা বিরাট কোহলিকে বারণ করেছিলাম। তার সত্বেও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিল কোহলি। আর সাদা বলের ক্রিকেটে দুজন আলাদা আলাদা অধিনায়ক রাখা বোর্ডের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই বিরাটকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল।”

   

তবে এইদিন সাংবাদিক সম্মেলন করে সৌরভ গাঙ্গুলির সেই দাবি খারিজ করে দিলেন বিরাট কোহলি। কোহলি বলেন, ” ওটা একদম ভুল কথা। আমি যখন টিটোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ছিলাম তখন বোর্ডের কেউই আমাকে বারণ করেনি। বরং সবাই আমার সিদ্ধান্তকে খুব সহজেই মেনে নিয়েছিল।” এছাড়াও বিরাটের কথায় দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করার 90 মিনিট আগে তাকে ফোন করে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছিল বিসিসিআই।

বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের এই দূরত্বে একেবারেই খুশি নন প্রাপ্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার বলেন, “সৌরভ বিসিসিআই সভাপতি। তাই ওকেই জিজ্ঞাসা করা উচিত কেন দু’জনের কথার মধ্যে অসঙ্গতি রয়েছে। এই মুহূর্তে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই সব থেকে ভালো লোক। সৌরভের উচিত এই অস্বচ্ছতা দূর করে মুখ খোলা এবং সবার সামনে বিষয়টি পরিষ্কার করা।”