Arijit

ধোনি মেন্টর হওয়ায় রবি শাস্ত্রীর অবস্থা নিয়ে ভয় পাচ্ছেন গাভাস্কার, দিলেন সতর্কবার্তা

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন করেছেন ভারতীয় নির্বাচকরা। সেইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে নির্বাচন করা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ধোনিকে ভারতীয় দলের মেন্টর হিসেবে নির্বাচন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের আরেক প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। তবে সেই সঙ্গে তিনি এই বিষয়ে কিছুটা সংশয় প্রকাশও করেছেন।

   

সুনীল গাভাস্কারের ভয় ধোনি মেন্টর হিসেবে যোগদান করায় দলে কোন বিভেদ তৈরি হবে না তো? যদি শাস্ত্রীর সঙ্গে ধোনির মত না মেলে সেক্ষেত্রে দলের ওপর কেমন প্রভাব পড়বে এই বিষয়ে ভয় পাচ্ছেন সুনীল গাভাস্কার।

গাভাস্কার বলেন, “2004 সালে যখন ভারতীয় দলের মেন্টর হিসাবে আমাকে নিযুক্ত করা হয়েছিল তখন তৎকালীন কোচ জন রাইট ভয় পেয়ে গিয়েছিল। ও ভেবেছিল আমি হয়তো ওর জায়গা দখল করে নেব। ধোনি মেন্টর হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে রবি শাস্ত্রীর মনে এমন কোন ভয় তৈরি হবে নাতো?” যদি এমনটা হয় তাহলে সেটা দলের জন্য খুবই খারাপ হবে সেটাও মনে করিয়ে দিলেন সুনীল গাভাস্কার। সেই সঙ্গে তিনি প্রার্থনা করলেন আশা করবো এমন কিছু হবে না। ধোনি-শাস্ত্রী জুটির ফলে ভারতীয় দল লাভবান হবে।”