Arijit

টি-২০ বিশ্বকাপে ভারতের ফিনিশার হবেন দীনেশ কার্তিক, বড় ঘোষণা গাভাস্কারের

এবার আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের সিনিয়র ব্যাটসম্যান দীনেশ কার্তিক। দীর্ঘ কয়েকটি আইপিএল মরসুমে ব্যাট হাতে ফ্লপ হওয়ার পর এবার আইপিএলে যেন একেবারে নতুন ছন্দে হাজির হয়েছেন দীনেশ কার্তিক। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে প্রায় প্রত্যেক ম্যাচেই রান করছেন তিনি।

   

বেঙ্গালুরুর জার্সি গায়ে কার্যত ফিনিশারের ভূমিকা পালন করছে দীনেশ কার্তিক। আর এবার দীনেশ কার্তিকের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সুনীল গাভাস্কার।

এইদিন সুনীল গাভাস্কার বলেন, “দীনেশ কার্তিক দারুণ ফিনিশ করছেন চলতি আইপিএলে। ও বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে চায়। আমি বলতে চাই, ওর বয়সের দিকে তাকানোর দরকার নেই। শুধুমাত্র ওর পারফরম্যান্স দেখাটা জরুরি। ও এখন অনবদ্য পারফরম্যান্স করছে। ছয় বা সাত নম্বরে নেমে বিশ্বকাপে এমন পারফরম্যান্স ওর কাছ থেকে আশা করা যেতেই পারে। তাহলে আসন্ন বিশ্বকাপে ভারতের হয়ে ও পারফেক্ট ফিনিশারের রোলে খেলতে পারে। ব্যাঙ্গালোরের ম্যাচে ওর পারফরম্যান্সে নজর থাকবেই। ও দারুণ সব পারফরম্যান্স করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে।’