Arijit

কার্তিককে দলে নেওয়া নিয়ে প্রশ্ন গম্ভীরের, কড়া জবাব দিলেন গাওস্কর

এবার আইপিএলে ব্যাট হাতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার দিনেশ কার্তিক। আইপিএলে কার্তিকের এই ভালো পারফরম্যান্স দেখে দীর্ঘ তিন বছর পর ফের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। ভারতীয় দলে সুযোগ পেয়ে ভালো পারফরমেন্স করেছেন তিনি। গতকাল চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন দীনেশ কার্তিক।

   

ভালো খেললেও বয়সে নিরিখে কার্তিক টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এইদিন এই প্রসঙ্গে মন্তব্য করে সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীর বলেন, ‘‘যদি কার্তিক বিশ্বকাপের দলে সুযোগ না পায় তা হলে ওকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ দেওয়ার কোনও মানে নেই। কেন ওকে খেলানো হচ্ছে?’’

কার্তিকের দুর্দান্ত হাফ সেঞ্চুরির পর গম্ভীরকে তার মন্তব্যের কড়া জবাব দেন সুনীল গাভাস্কার। গাভাস্কার বলেন, ‘‘আমি জানি অনেকে বলছে, বিশ্বকাপের দলে সুযোগ না পেলে কেন কার্তিককে এখানে খেলানো হচ্ছে। কী ভাবে তারা বুঝছে যে কার্তিক বিশ্বকাপের দলে সুযোগ পাবে না। কার্তিকই ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারে। নাম দেখে নয়, ফর্ম দেখে সবাইকে দলে সুযোগ দেওয়া উচিত।’’