Arijit

ভারতীয় টি-২০ দলে তিন নম্বরে কে খেলবেন বিরাট নাকি আইয়ার! জানালেন গাভাস্কার

শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতের তারকা ব্যাটসম্যান তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। কোহলির পরিবর্তে এই সিরিজের তিনটি ম্যাচে ভারতীয় জার্সি গায়ে তিন নম্বরে ব্যাটিং করতে আসেন তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার।

   

ভারতের তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে এছে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলির পরিবর্তে ব্যাটিং করতে এসে তিনটি টি-টোয়েন্টি ম্যাচেই দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন শ্রেয়াস আইয়ার এবং তিনটি ম্যাচেই তিনি নট আউট থাকেন।

আর তিন নম্বরে শ্রেয়াস আইয়ারের এমন পারফরম্যান্স দেখার পরে ইতিমধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞরা দাবি করতে শুরু করেছেন যে কোহলির পরিবর্তে কি তাহলে শ্রেয়াস আইয়ারকে তিন নম্বর পজিশনে ব্যাটিং করানোর পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড?

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, ‘ এটি ভারতের ক্রিকেটের জন্য একটি ভালো সমস্যা। বিরাট কোহলিকে কখনই প্রতিস্থাপন করা যাবে না। বিরাট সব সময় তিন নম্বরেই ব্যাটিং করবেন। এই বিষয়ে কোন প্রশ্ন ওঠায় উচিত নয়। তবে শ্রেয়াস আইয়ার ভালো খেলেছেন, ওকে চার নম্বরে ব্যাটিং করানো যেতে পারে। এক্ষেত্রে ম্যাচ ফিনিশর হিসেবে পাঁচ নম্বরে ব্যাটিং করানো হতে পারে সূর্য কুমার যাদবকে।’