Arijit

কিছুই শেখেননি, ঋষভ পন্থের প্রতি বেজায় ক্ষিপ্ত সুনীল গাভাস্কার

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে হঠাৎ চোট পেয়ে টিটোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান কে এল রাহুল। কে এল রাহুল ছিটকে যাওয়ায় এই সিরিজে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় ঋষভ পন্থকে। এই সিরিজে অধিনায়ক হিসেবে মোটামুটি ভালো পারফর্মেন্স করলেও ব্যাট হাতে একেবারেই হতাশ করছেন ঋষভ পন্থ।

   

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে ঋষভ পন্থ ব্যাট করতে নামলেই অফ স্টাম্পের বাইরে বল করা হচ্ছে। প্রথম ম্যাচ থেকে চতুর্থ ম্যাচ প্রত্যেক ম্যাচেই এই একই নিয়মে ঋষভ পন্থকে বল করা হচ্ছে। প্রতি ম্যাচেই বাইরের বলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দিচ্ছেন পন্থ, ভুল থেকে শিক্ষা না নিয়ে বারবার একই ভুল করছে পন্থ।

পন্থের এই ব্যাটিংয়ে বেজায় ক্ষিপ্ত সুনীল গাওস্কর। শুক্রবারের ম্যাচের পর গাওস্কর বলেছেন, “কিচ্ছু শেখেনি। আগের তিনটে আউট থেকে কোনও শিক্ষাই নেয়নি। ওরা পরের পর বাইরে বল করে যাচ্ছে। পন্থও সেই ফাঁদে পা দিচ্ছে। মাঠ পার করানোর মতো শক্তি দিয়ে সেই শট মারতে পারছে না। অফ স্টাম্পের বাইরের বলে খেলা ওকে এখনই বন্ধ করতে হবে।”