Arijit

এই বিশেষ কারণে রোহিতকে টেস্ট অধিনায়ক হতে দেবেন না গাভাস্কার, স্পষ্ট জানালেন তিনি

টি-টোয়েন্টি, ওয়ানডের পর টেস্ট ক্রিকেটেও অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সব থেকে বড় প্রশ্ন বিরাট এর পরবর্তীকালে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন?

   

অনেকেই বিরাটের পরবর্তীকালে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম জানিয়েছেন। তবে টেস্টে রোহিতকে অধিনায়ক করার ক্ষেত্রে একেবারেই সহমত নন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার এর মতে, বিরাট কোহলির পরিবর্তে টেষ্টে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা মোটেও সঠিক চয়েস হতে পারে না।

রোহিতকে অধিনায়ক না করার পেছনে সুনীল গাভাস্কারের সবথেকে বড় যুক্তি রোহিতের বয়স এবং ফিটনেস এর সমস্যা। সুনীল গাভাস্কার বলেছেন, ‘ইতিমধ্যেই রোহিতের বয়স 34 বছর হয়ে গিয়েছে। ও আর কতদিন ক্রিকেট খেলতে পারবে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। এছাড়াও রোহিতের ফিটনেসের যথেষ্ট অভাব রয়েছে। বারবার চোটের জন্য দল থেকে ছিটকে যাচ্ছেন রোহিত। সেই কারণেই সুনীল গাভাস্কার এর মতে অধিনায়ক হিসেবে এমন একজনকে প্রয়োজন যিনি ফিট থাকবেন এবং যাকে প্রত্যেক ম্যাচেই পাওয়া যাবে।”