Arijit

‘ও যা ছোঁবে তাই সোনা!’ শার্দুল ঠাকুরের প্রশংসা করে বিশেষ কথা গাভাস্কার

দীর্ঘ 50 বছর পর ওভালে টেস্ট ম্যাচ জিতল ভারত। ভারত বনাম ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে 157 রানে হারালো টিম ইন্ডিয়া। দলগত পারফরম্যান্স করেই এই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। দলের প্রত্যেক প্লেয়ার ম্যাচ জয়ে বিশেষ অবদান রেখেছে।

   

রোহিত শর্মার দুর্দান্ত শতরান, পূজারা-কোহলির অর্ধশতরান, উমেশ যাদব, যাশস্প্রীত বুমরাহর অসাধারণ বোলিং এই ম্যাচে ভারতকে জিততে সাহায্য করেছে। তবে এই ম্যাচ জয়ের মূল কারিগর ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর, এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার।

ভারতের তাবড় তাবড় ব্যাটসম্যানরা যেখানে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সেখানে ব্যাট করতে নেমে দুটি ইনিংসেই অর্ধশত রান করেন শার্দুল ঠাকুর। শার্দুলের এই ইনিংসে ভর করেই ইংল্যান্ডের সামনে জয়ের জন্য বড় রান সেট করে ভারত। ব্যাট হাতেও বড় ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। জো রুটের উইকেট নেন শার্দুল ঠাকুর যা পাল্টে দেয় ম্যাচের রং।

শার্দুল ঠাকুরের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখার পর প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, “যা ছুঁয়েছে তাই সোনা। বেশ কিছু দর্শনীয় শট থেলেছে ও, দেখতেও খুব সুন্দর লাগছিল। ব্যাট করার সময় ওর মধ্যে আত্মবিশ্বাস দেখা গিয়েছে। এটাই সবথেকে প্রশংসনীয়।”