Arijit

এই তরুণ ভারতীয় ব্যাটারকে ‘ভবিষ্যতের তারকা’ আখ্যা দিলেন কিংবদন্তি গাভাস্কার

পিঙ্ক বল টেস্ট শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। বিরাট ব্যবধানে শ্রীলঙ্কাকে পিঙ্ক বল টেস্টে হারিয়ে টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত। ভারতের জয়ের নায়ক কিন্তু সেই শ্রেয়স আইআর।

   

পিঙ্ক বল টেস্ট এর প্রথম ইনিংসে বেঙ্গালুরুর ঘূর্ণি পিচে যখন একের পর এক ভারতীয় ব্যাটসম্যানরা হতাশ করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন এমনকি বিরাট কোহলি, রোহিত শর্মার মত ব্যাটসম্যানরাও ব্যাট হাতে হতাশ করেছেন সেই সময়ে রুখে দাঁড়ান শ্রেয়স আইআর। শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে লড়াই করে 92 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যদিও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার।

এরপর দ্বিতীয় ইনিংসেও সেই একই অবস্থা। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটসম্যানরা সকলেই হতাশ করেন। আর সেই সময় সর্বোচ্চ 67 রানের ইনিংস খেলেন শ্রেয়স আইআর। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে দিন-রাত্রি টেস্টে দু’ ইনিংসে অর্ধশতরান করেন শ্রেয়স।

এরপরে শ্রেয়স আইয়ারের প্রশংসা করে কিংবদন্তি সুনীল গাভাস্কার বলেন, “ওর ব্যাটিং খুবই আকর্ষণীয়, ওর যে শট রয়েছে, তা অসাধারণ। আইয়ার ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র। “