Arijit

কোহলির লাগাতার খারাপ ফর্ম নিয়ে এবার বিস্ফোরক বয়ান দিলেন সুনীল গাভাস্কার

কিছুতেই ছন্দ ফিরে পাচ্ছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে রানের খরা লেগেই রয়েছে কোহলির। গতকাল সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধেও ইনিংসের প্রথম বলেই শূন্য রানে করে প্যাভিলিয়নে ফিরে গেলেন বিরাট কোহলি। বিরাট কোহলির এমন খারাপ ফর্ম দেখে হতাশ হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। তারা সকলেই চাইছেন রানে ফিরে আসুক বিরাট কোহলি এবং দেশকে ম্যাচ জেতাক।

   

এমন পরিস্থিতিতে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হোক। তবে এই মতের পুরোপুরি ভাবে বিরুদ্ধে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে ছন্দ ফিরে পেতে যত সময়ই লাগুক না কেন দেশের খেলা চালিয়েই যেতে হবে কোহলিকে।

রবিবার কোহলি আউট হওয়ার পরেই গাওস্কর বলেন, “বিশ্রাম নেওয়া মানে জাতীয় দলের ম্যাচ থেকে বিশ্রাম নেওয়া নয়। ভারতের হয়ে ম্যাচ সবার আগে প্রাধান্য পাওয়া উচিত। খুব সহজ ব্যাপার এটা। যদি না খেলে, তা হলে ছন্দ ফিরে পাবে কী করে? সাজঘরে বসে থাকলে নিশ্চয়ই ওর ছন্দ ফেরত আসবে না। যত বেশি খেলবে তত ছন্দ ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়বে।”